সবাইকে আবারও আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম।
আসা করি সবাই ভালো আছেন। আজ আমরা প্রোগ্রামিং এ চলে যাবে। প্রথমে আমরা আমাদের eclipse টা ওপেন করে নিব তারপর ছোট্ট একটা সেটিং চ্যান্জ করব। যেটা আমাদের সাহায্য করবে সহযে কোন কিছু কে finding এবং নির্ভুল ধ্রুত কোডিং করতে। সে জন্য যাব আমরা eclipse থেকে window/preferences/java/editor/content assist .
তারপর নিচে গিয়ে
Auto activation delay = [20]
Auto activation triggers for java = [._abcdefghijklmnopqrstuvwxyzABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ]
Then Apply and ok.
এবার আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করব।সে জন্য যাব file /new/java project . তারপর যে কোন একটা নাম দিয়ে ok . এবার project file টার উপর মাউচ এর রাইট বাটন ক্লিক করে new/class . এবার class এর নাম দিব Firstclass then নিচে public static void main এইটা তে টিক দিয়ে দিব তারপর ok। এবার চলে যাব আমরা কোডিং এ। সেই জন্য নিচের ভিডিও টা দেখুন।
কোন প্রশ্ন থাকলে comment করে জানান। অথবা আমার fb group এ প্রশ্ন নিয়ে টিউন করুন। তো সবাই ভালো থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন পরবর্তী লেকচার এর জন্য, আজ এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।
আমি ডি টি আর ধ্রুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।