ডিজাইনে ভিজ্যুয়াল হায়ারেকি – প্রানবন্ত ডিজাইনের টিপস

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন

আপনি জানেন কি একটি ডিজাইনের প্রাণশক্তি হচ্ছে তার ভিজ্যুয়াল উপস্থাপন?

হয়ে উঠুন টাইপোগ্রাফিতে এক্সপার্ট আর ভালো মানের ডিজাইনার - https://www.techtunes.io/tutorial/tune-id/502697

ডিজাইনে কালার ফন্ট এর ব্যবহার- টাইপোগ্রাফি পার্ট-২- http://www.techtunes.io/tutorial/tune-id/502829

৫টি ফ্রি রয়ালিটি ইমেজ সাইট লিংক - https://www.techtunes.io/tutorial/tune-id/503874

অনেক ভালো ফিচার অনেক কাজ করেছেন কিন্তু ডিজাইনটি শুরুতেই যদি দৃষ্টি আকর্ষন সা কর তবে তা অনেকেই হয়ত এড়িয়ে যাবে।

যেমন টা কথায় আছে,

”First Impression is Last Impression “
হ্যা ঠিক তাই আপনি নিশ্চই বুঝে গেছেন কি বলতে চাচ্ছি।
চলুন আরেকটু গভীরে যাওয়া যাক।
একটি ডিজাইন দেখেই মনে হয কত ভালো ডিজাইন, আমাকে দিয়ে হযনা কেন?
কারণগুলো হতে পারে :
১। ডিজাইনে অনেক গুলো কালার মিশিয়ে পুরো ঝাকানাকা কওে ফেলেছেন।

২। তিন এর অধিক ফন্ট ব্যবহার করেছেন।

৩। ঠিক বুঝতে পারছেন না কালার টা কিভাবে ব্যবহার করা যায়।

৪। কিংবা মেইন কালার হিসেবে একটা কালার নিয়ে তার ব্যবহার অনেক বেশি হয়ে গেছে।

৫। ভালো ইমেজ ব্যবহার করা হয়নি।

৬। টাইপোগ্রাফি ব্যবহারে রয়েছে ঘাটতি।

এরকম অনেক বিষয় আছে যার দরুন ডিজাইনটা ঠিক মনের মতো হয়না।

সেগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে নিচের ভিডিওতে।


আশা করছি ভিডিওটি দেখার পর এরকম অনেক সমস্যার সমাধান অনায়াসেই করে ফেলতে পারবেন।

Level 0

আমি ইসরাত সুলতানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস