এন্টিভাইরাস এবং ইন্টারনেট সিকিউরিটির দুনিয়ায় ক্যাস্পারস্কি(Kaspersky) একটি পরিচিত নাম। সাইবার নিরাপত্তা হুমকি, ম্যালওয়্যার এবং ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য ক্যাস্পারস্কি এর সফটওয়্যার গুলো খুবই উপযোগী। AV-TEST, Dennis Technology Lab এবং Virus Bulletin's VB100 এর মত এন্টিভাইরস টেস্টার এর মতে ক্যারপারস্কি সবার সেরা না হলেও সেরা এন্টিভাইরাস গুলোর একটি। কিন্তু AVG, Avast কিংবা Avira এর মত পার্সোনাল এবং নন কমার্শিয়াল ব্যবহারের জন্য ক্যাস্পারস্কি এন্টিভাইরাস কিংবা ইন্টারনেট সিকিউরিটির কোন ফ্রি ভার্সন নেই।
কিন্তু ফ্রী ব্যবহারের জন্য ক্যাস্পারস্কির একটি পিসি টুল রয়েছে। সম্পূর্ন ফ্রী এই টুলটি Kaspersky Virus Removal Tool বা AVPTool নামেও পরিচিত। এটা কম্পিউটারকে অটোম্যটিক রিয়েল টাইম প্রটেকশন (নিজে থেকে কোন ফাইল বা ফোল্ডার বা প্রোগ্রামকে এনালাইজ করা) না দিলেও স্ক্যানিং এর মাধ্যমে ভাইরুস ডিটেক্ট এবং রিমোভ করার সুবিধা দিয়ে থাকে। AVPTool এর মাধ্যমে সিস্টেম মেমোরি, ইমেইল, হিডেন স্টার্টআপ অবজেক্ট, ডিস্ক বুট সেক্টরস এবং হার্ডড্রাইভ স্ক্যান করে ভাইরাস এবং ম্যালওয়্যার ডিটেক্ট এবং রিমোভ করা সম্ভব। সবচেয়ে বড় সুবিধা হল এই টুলটি যে কোন এন্টিভাইরাসের পাশাপাশি কাজ করতে পারে, এন্টিভাইরাসের কোন সমস্যা না করেই।
কিন্তু ক্যস্পারস্কি ভাইরাস রিমোভাল টুল এর একটি বড় সমস্যা হল এতে কোন অটো আপডেট ফিচার নেই। অর্থাৎ ডাটাবেস অটোমেটিক আপডেট হবে না। ফলে ম্যানুয়ালি আপডেট না করলে পুরনো ডাটাবেসই থেকে যাবে আর এর ফলে নতুন এবং অন্য ধরনের ম্যালওয়্যার এবং ভাইরাস ডিটেক্ট করা সম্ভব হবে না।
লক্ষ্যনীয় যে প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর আপডেটেট ভাইরাস ফরম্যাট ডাটাবেস সমৃদ্ধ ক্যাস্পারস্কি ভাইরাস রিমোভাল টুল আপলোড করা হয় এবং পুরনোটি ডিলেট করে দেয়া হয়। এর ফলে প্রতিবার ব্যবহারের জন্য আপনাকে নতুন করে ক্যাসপারস্কি ভাইরাস রিমোভাল টুলটি ডাউনলোড করে ইন্সটল করে তারপর ব্যবহার করতে হবে। তা না হলে থেকে যাবে নিরাপত্তা ঝুঁকি।
এই টিউনে আমরা দেখব দেখব কিভাবে বারবার ডাউনলোড এবং ইন্সটল এর ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এবং সময় ও ইন্টারনেট ব্যান্ডওইথ বাঁচানো যায়। তো চলুন শুরু করা যাক।
সবার প্রথমে, আপনার যদি ক্যাসপারস্কি ভাইরাস রিমোভাল টুল ইন্সটল করা না থাকে তাহলে ইন্সটল করে নিন লেটেস্ট ভার্সন। যদি আপনার ক্যাস্পারস্কি ভাইরাস রিমোভাল এর পুরনো কোন ভার্সন ইন্সটল করা থাকে তাহলে নতুন করে ইন্সটল করার দরকার নেই। পুরনোটারই ডাটাবেস আপডেট করে নিলেই চলবে।
ক্যাস্পারস্কি ভাইরাস রিমোভাল টুল ডাউনলোড করে ইন্সটল করার পর সেটা অটোম্যাটিকলি একটি ডিরেক্টরিতে ইন্সটল হয়ে যায় যেটার নাম দেওয়া থাকে ৭টি সংখ্যা দিয়ে। স্ক্যান করার পর টুলটি ক্লোজ করে দিলে অটোম্যাটিকলি সেটা আনইন্সটল হয়ে যায় ফলে পরবর্তিতে এটা ব্যবহার করতে আবার ডাউনলোড করতে হয়। তো এই ঝামেলা থেকে দূরে থাকার জন্য ক্যাস্পারস্কি ভাইরাস রিমোভাল টুল এর একটা ব্যাক আপ রাখতে হবে আর তার জন্য ইন্সটল করার পরেই কপি করে রাখতে হবে অন্য কোন একটি ফোল্ডারে। তো এক্ষেত্রে সমস্যা হয় ক্যাস্পারস্কি ভাইরাস রিমোভাল টুল এর ডিরেক্টরি খুঁজে পাওয়া। ডিরেক্তরি খুঁজে পাওয়ার জন্য,
১) ডাউনলোড করার পর ইন্সটলেশন ফাইলে ক্লিক করে ইন্সটল করে নিন ক্যাস্পারস্কি ভাইরাস রিমোভাল টুল। ইন্সটল হওয়ার প্রোগ্রামটি চালু হতে দিন।
২) ক্যাস্পারস্কি ভাইরাস রিমোভাল টুল রানিং অবস্থায় কীবোর্ড থেকে Ctrl+Shift+Esc প্রেস করে উইন্ডোস টাস্ক ম্যানেজার ওপেন করুন। সেখান থেকে চলে যান Process ট্যাব এ। Process ট্যাব এ গিয়ে ৭টি সংখ্যা এর নামের একই রকম দুটি প্রসেস খুঁজে বের করুন। প্রথমটির উপর মাউসের ডান বাটনে ক্লিক করে Open File Location এ ক্লিক করে ফাইল ডিরেক্টরিতে চলে যান।
ফাইল ডিরেক্টরি থেকে ফাইলগুলো কপি করে কোথাও রেখে দিন। এখন ইচ্ছা করলে ক্যাস্পারস্কি ভাইরাস রিমোভাল টুলটি ক্লোজ করে দিতে পারেন।
আমাদের এবারের কাজ হচ্ছে টুলটির সেলফ ডিফেন্স অপশন বন্ধ করে দেয়া। সেলফ ডিফেন্স অফ না করলে ডাটাবেসের কোন ফাইলই আপডেট করা সম্ভব হবে না। এর জন্যে,
১) কপি করা ডিরেক্টরিতে গিয়ে আবার ৭ সংখ্যা দিয়ে নাম দেয়া একটি.exe ফাইল খুঁজে নিন। সেটাতে ক্লিক করে ক্যাস্পারস্কি ভাইরাস রিমোভাল টুলটি ওপেন করুন।
২) টুলটি ওপেন হবার পর চলে যান Settings এ সেখান থেকে Security Level এ ক্লিক করে Enable Self Defense এর উপর থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন।
টুলটি বন্ধ করে বেরিয়ে আসুন।
এখন আমরা ডাটাবেস আপডেট করা জন্য তৈরী। এর পর থেকে ডাটাবেস আপডেট করার জন্য শুধু নিম্নের প্রক্রিয়াগুলো অনুসরণ করলেই হবে।
ক্যাস্পারস্কির লেটেস্ট অফিসিয়াল ডাটাবেসগুলো পাওয়া যায় তাদের পাবলিক এফটিপি সার্ভারে (FTP Server) এ। ক্যাস্পারস্কি এর পাবলিক FTP। এখান থেকে লেটেস্ট ডাটাবেস ডাউনলোড করে ক্যাস্পারস্কি ভাইরাস রিমোভাল টুলের bases ফোল্ডারে কপি করে রিপ্লেস করে দিলেই ডাটাবেস আপডেট হয়ে যাবে। কিন্তু এখানে ফাইল ট্যালি করতে অনেক সময় সমস্যা হয়। ফাইল ট্যালি করতে সমস্যা হলেই মেসেজ আসবে 'Databases are corrupted'।
আর তাই নিজে নিজে ডাউনলোড করে রিপ্লেস না করে সেটা করিয়ে নেওয়া সম্ভব উইন্ডোস এর কোন এফটিপি ক্লায়েন্ট দ্বারা। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন WinSCP। WinSCP দিয়ে করার জন্য,
১) প্রথমে ডাউনলোড করে নিন WinSCP অফিসিয়াল সাইট থেকে।
২) WinSCP রান করার পর লগিন করার উইন্ডো আসবে। নিচের মত করে পূরণ করুন,
File protocol: FTP
Encryption: No Encryption
Host name: downloads1.kaspersky-labs.com
Port number: 21
Anonymous login checkbox: Checked (এখানে ক্লিক করার পর উইজারনেম এবং পাসওয়ার্ড অটোম্যাটিক পূরণ হয়ে যাবে)
আপনি ইচ্ছা করলে পরবর্তিতে লগিন করার কথা ভেবে লগিন ইনফরমেশন সেভ করে রাখতে পারেন।
৩) WinSCP দিয়ে ক্যাস্পারস্কির এফটিপিতে লগিন হয়ে যাবার পর কীবোর্ড থেকে Ctrl+S প্রেস করে সিনক্রোনাইজ ফাংশানে চলে যান।
৪) Browse বাটনে ক্লিক করে ক্যাস্পারস্কি ভাইরাস রিমোভাল টুল এর ডিরেক্টরির ভেতরে bases সিলেক্ট করুন।
৫) রিমোট ডিরেক্টরির জন্য /bases/av/kdb/i386 টাইপ করুন।
৬) Direction/Target directory তে Local সিলেক্ট করুন।
৭) Synchronize files সিলেক্ট করুন মোডের জন্য। সেখান থেকে File Size সিলেক্ট করুন।
৯) Ok সিলেক্ট করলে কম্পেয়ার শুরু হয়ে যাবে।
১০) কম্পেয়ার হয়ে যাওার পর অটোম্যাটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। সময় লাগতে পারে। অপেক্ষা করুন।
ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেলেই আপনার ক্যাস্পারস্কি ভাইরাস রিমোভাল টুল আপডেট হয়ে যাবে। এর পর থেকে সরাসরি আপডেট করে নিতে পারবেন ক্যাস্পারস্কি ভাইরাস রিমোভাল টুল WinSCP থেকে।
নিচের ছবিতে দেখুন ডাটাবেস আপডেট করার আগে ক্যাস্পারস্কি ভাইরাস রিমোভাল টুল এর ডিটেকশন এর পার্থক্য
আপডেটের আগে উপরের প্রথম স্ক্যানে দেখুন হলুদ রঙ করা অংশে or.exe নামে একটি ফাইলকে প্রথমে নিরাপদ হিসেবে চিহ্নিত করেছিল টুলটি। তারপর KSN (Kaspersky Security Network) এটাকে মাল্টি জেনেরিক ডেঞ্যারাস ফাইল হিসেবে চিহ্নিত করে। আপডেটের পর দ্বিতীয় স্ক্যানে দেখুন নিচে সবুজ রঙ করা অংশে, প্রথমেই টুলটি or.exe কে ট্রোজান হিসেবে চিহ্নিত করতে সক্ষম হয়।
আশা করি আপনি সফল ভাবে আপনার ক্যাস্পারস্কি ভাইরাস রিমোভাল টুলটি আপডেট করতে পেরেছেন। যদি কোন সমস্যা হয়ে থাকে টিউমেন্টে জানাতে ভুলবেন না। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
সতর্ক থাকুন, সতর্কতাই আপনার জন্য সেরা নিরাপত্তা.
আমি হাসিবুর ইসলাম নাসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিষাদময় পৃথিবীতে আমি আনন্দ খুঁজে নিই সবকিছু থেকে। আর স্বপ্ন দেখি মহাকাশ ভেদ করে ভালোবাসা ছড়িয়ে দেবার। স্বপ্নচারী আমার স্বপ্নগুলোই বাঁচিয়ে রেখেছে আমাকে। হাত ধরে চলো স্বপ্ন দেখি একসাথে।