আজই সুরক্ষিত করুন আপনার অর্জিত Bitcoin

যারা বিটকয়েন নিয়ে কাজ করেন এই টিউনটা তাদের জন্য অত্তান্ত গুরুত্বপূর্ণ। একটু অসাবধানতার কারনে এই ১লা অগাস্টের পর হইত আপনার অর্জিত সকল বিটকয়েন হারিয়ে ফেলতে পারেন বা নষ্ট হয়ে যেতে পারে। এই বিষয়ে আপনাদের মধ্য কেউ কেউ জেনে থাকতে পারেন। যারা জানেননা তাদের জন্য অত্তান্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই সময় থাকতে এখনি সাবধান হন।

উপরের হেডলাইন দেখে হইত ইতিমধ্যে বুঝতে পারছেন ১লা আগস্ট থেকে কিছু একটা হতে চলেছে। হা, ১লা আগস্ট থেকে বিটকয়েনের ডেভেলপাররা বিটকয়েন আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে। এই আপগ্রেড ০১/০৮/২০১৭ থেকে ০৭/০৮/২০১৭ পর্যন্ত চলবে। আপগ্রেড টা দুই ধরণের মধ্যে যেকন এক ধরণের হতে পারে। এই দুই ধরণ হল Soft Fork এবং Hard Fork।

আমাদের মনে প্রশ্ন হতেই পারে যে, হঠাত কেন Bitcoin আপগ্রেড করবে?

প্রথমে বলি Bitcoin এর transaction হয় কিভাবে। Bitcoin যখন transaction করা হয়। তখন তা একটা ব্লক-এ যায়। আর এই ব্লক এর সাইজ 1MB. যার মধ্যে অনেক ট্রানজেকশন হয়। কিন্তু এই ট্রানজেকশন দিন দিন এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যে, ব্লক তা কনফার্ম করতে পারছে না। সেই জন্য আমাদের ট্রানজেকশন ও অনেক সময় কনফার্ম হতে পারছে না। ডেভেলপাররা এই সমস্যার ২টা সমাধান  বের করেছে Soft Fork এবং Hard Fork।

Soft Fork কি?

আমরা যেয় transaction করি। সেই প্রত্যেকটি transaction এর মধ্যে একটা Signature এবং Key থাকে। এখন ডেভেলপাররা আইডিয়া বের করেছে যে, আমাদের transaction ব্লকে পাঠানোর পর যেই Signature থাকে তা extended ব্লক-এ পাঠানো হবে। এর মানে ব্লক আগের মতই থাকবে। কিন্তু এই ব্লকের মধ্যে transaction যাওয়ার পরে যখন transaction থেকে Signature বের হইয়ে যাবে। তখন transaction টা অনেক ছোট এবং দ্রুত হবে। আর signature টা একটা extended block এর মাধ্যমে পাঠানো হবে। এইভাবে Bitcoin transaction এর কায দ্রুত সম্পন্ন করান হবে।

Hard Fork কি?

Hard fork হল দুই ভাগে ভাগ করে ফেলা। অর্থাৎ Bitcoin-কে দুই ভাগে ভাগ করে ফেলা হবে। ঠিক যেমনটা Ethereum এর সাথে হয়েছিল। Ethereum মার্কেটে আসার পর এর ওপর Hard fork হয়েছিল। তখন Ethereum দুই ভাগে ভাগ হয়ে প্রথম ভাগ Ethereum এবং দ্বিতীয় ভাগ Ethereum classic হয়েছিল।

তো ১লা আগস্ট যাই হোকনা কেন আমাদের সকল বিটকয়েন যেয় ওয়ালেট(Blockchain, Coinbasr, BTC.com, Electrum, Bitcoin Core, Copay, Exodus etc)-এ থাকুকনা কেন অত্তান্ত ঝুকির মধ্যে পরে যাবে। তাই কোনপ্রকার ঝুকি না নিয়ে এখনি আপনার বিটকয়েন গুল সুরক্ষিত করুণ।

অর্জিত বিটকয়েন সুরক্ষিত করবেন কিভাবে?

আমাদের অর্জিত বিটকয়েন সুরক্ষিত করার তিনটা উপাই আছে।
১) Bitcoin গুল EXMO এর মাধ্যমে US Dollar -এ কনভার্ট করে ফেলা।
২) Goldux এর মাদ্ধমে Payza তে ট্রান্সফার করা।
৩) Offline Cryptocurrency সংরক্ষিত করার জন্য Hardware Wallet.

তিন নম্বর দিয়ে শুরু করি। Hardware wallet দিয়ে সবথেকে সুরক্ষিক অবস্থায় বিটকয়েন Offline -এ সংরক্ষণ করা যায়। তবে এই Hardware wallet বাংলাদেশে পাওয়া যায় না। এটা বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা সম্ভব। যেমন Amazon অথবা Ebay থেকে। যার দাম পড়বে বাংলাদেশি টাকায় ১২০০০ থেকে ১৪০০০ টাকা। কিন্তু এই অল্প সময়ে Hardware wallet বাইরে থেকে নিয়ে এসে বিট কয়েন সংরক্ষণ সম্ভব না।

এ বার দুই নম্বর নিয়ে আলোচনা করা যাক; আমরা সাধারণত বেশিরভাগ সময়ে Goldux এর মাধ্যমে বিট কয়েন Payza তে ট্রান্সফার করে থাকি। কিন্তু Goldux এর মাধ্যমে প্রতি ট্রান্সেকশন করতে 2.50$+6% ফি প্রদান করা লাগে, যে চার্জ টা আমাদের জন্য একটু বেশীই।

এক নম্বরে নিয়ে আলোচনা করা যাক; EXMO এর মাধ্যমে বিট কয়েন গুলো US DOLLAR এ কনভার্ট করে ফেলা। আমাদের অর্জিত বিট কয়েন গুলো US Dollar এ কনভার্ট করলে ১লা আগষ্টের পর Bitcoin -এর অবস্থা যাই হোক না কেন আমাদের মূল অর্থ সুরক্ষিত থাকবে এবং এক সপ্তাহ পর বিট কয়েনের অবস্থা স্বাভাবিক হলে তখন ঐ US Dollar দিয়ে আবার বিট কয়েন কিনতে পারবেন। এছাড়াও আপনি চাইলে EXMO এর মাধ্যমে খুবই অল্প ফি দিয়ে ডাইরেক্ট আপনার Payza account এ US dollar পাঠাতে পারবেন।

Exmo এর মাধ্যমে কি ভাবে বিট কয়েন US Dollar এ কনভার্ট করবেন অথবা সবথেকে অল্প ফি দিয়ে Payza তে ট্রান্সফার করবেন?

প্রথমে এখানে ক্লিক করে EXMO সাইটে sign up করে নিন। এবার sign up এর পরে sign in করে নিচের ছবির মত একটা পেজ দেখতে পাবেন। নিচের ছবির মত Wallet এ ক্লিক করুন।

এবার এরকম একটা পেজ দেখতে পাবেন। নিচের ছবির মত BTC এর Deposit এ ক্লিক করুন।

এখন যে পেজ লোড হবে তার ডান সাইডে একটা wallet address দেখতে পাবেন। এইটা আপনার EXMO এর wallet address.

আপনার যে walletএ বিট কয়েন জমা আছে সেই wallet থেকে এই wallet address এ বিট কয়েন সেন্ড করুন। আপনারা দেখতে পারছেন যে 0% ফি তেই বিটকয়েন ট্রান্সফার করা যায়। ট্রান্সফার হবার পর নিচের ছবিতে দেওয়া Exchange এ ক্লিক করুন।

নিচের ছবির মত প্রথম বক্সে ক্লিক করে BTC সিলেক্ট করুন এবং নিচের বক্সে ক্লিক করে USD সিলেক্ট করুন।

BTC সিলেক্ট করা বক্সে যে পরিমাণ BTC কনভার্ট করতে চান সেই অ্যামাউন্ট পাতান। এখন আপনার ওই পরিমাণ Bitcoin সমান যত USD হয় তা নিচের বক্সে শো করবে। এবার নিচের Exchange বাটনে ক্লিক করলে আপনার Bitcoin US dollar -এ কনভার্ট হয়ে যাবে। আর এখন আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন।

Bitcoin এর অবস্থা সাভাবিক হওয়ার পর আপনি চাইলে একই পদ্ধতিতে আপনার USD কে Bitcoin -এ exchange করেনিতে পারেন। এখন আপনি চাইলে আপনার USD Payza এর মাধ্যমে বাংলাদেশ থেকে উত্তোলন করতে পারেন। যেভাবে Payza তে withdraw দেবেন। প্রথমে EXMO তে sign in করুন। Wallet -এ ক্লিক করুন।

নিচের ছবির মত আপনার USD এর Withdraw তে ক্লিক করুন।

এখন নিচের ছবির মত Payza সিলেক্ট করে Withdraw amount বক্সে আপনার USD এর পরমাণ এবং আপনার Payza account এর Email address পাতিয়ে Withdraw funds বাটনে ক্লিক করুণ।

ব্যস আপনার কাজ শেষ। এখন Payza থেকে Bank transfer করে বাংলাদেশ থেকে টাকা উত্তোলন করে নিন। আজ এই পর্যন্ত। কথাও কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই টিউন সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই টিউমেন্ট করবেন।
ভাল থাকবেন।

বি:দ্র: আমার কথা বিশ্বাস না হলে google-এ সার্চ করে সত্যতা যাচাই করে দেখতে পারেন।

Level 0

আমি আহসান হাবিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস