সাজিয়ে নিন মনের মত করে যে কোন উইন্ডোজ কে বানিয়ে ফেলুন কোটি টাকার লুক আর বন্দুদের কাছে হয়ে উঠুন আর্কশিনীয় (ভিডিও সহ) ১ম পর্ব

আসসালামুওলাইকুম,

কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভাল আছি কিন্তু আজই জ্বর শুরু হল :(দুয়া করবেন সবাই তাও জ্বর গায়ে আমার তরফ থেকে টেকটিউনস বাসির জন্য ছোট একটা উপহার, কথা না বাড়িয়ে সরাসরই চলুন আজকের টিউন শুরু করা যাক। উইন্ডোজ কাজের জন্য ভাল হলেও সেই একি লোগো এই কোন দিয়েই যাচ্ছে যা দেখতে দেখতে বোরিং লাগাটাই স্বাভাবিক আমারো লাগে দেখতে দেখতে আর মন চাইনা উইন্ডোজ এর ভাংগা মার্কা লুকিং কিন্তু আজ আমি দেখাবো ভাঙ্গা মার্কা উইন্ডোজ কে কিভাবে অর্কশনীয় করে তোলা যায়। আপনি আপনার মনের ইচ্ছা মত সাজিয়ে নিতে পারবেন। যেন রঙ তুলির ছবির মত :

যে যে হাতিয়ার লাগবেঃ

১।৩৫ এম্বি নেট।

২।একটা কম্পিউটার।

৩।একটা মাউস 😛

যে ভাবে যুদ্ধ করতে হবেঃ কিছু করা লাগবে নাহ 😛 জাষ্ট নিচের ভিভিও টা দেখুন তাহলেই বুঝবেন যুদ্ধে কিভাবে জয়ী হওয়া যায় 😈

আপনি আপনার মন মত সাজিয়ে নিতে পারেন নিচের ভিডিওটা দেখুন খুব সুন্দরও সহজ ভাবে সব কিছু দেওয়া আছে

আপনাদের সামান্য ২-৩ সেকেন্ডের উৎসাহ আমার জন্য সব চেয়ে বড় পাওয়া, প্লিজ পাশে থাকবেন আমার টিউনে টিউমেন্ট করবেন।

ধন্যবাদ সবাইকে 🙂

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস