আসসালামুআলাইকুম,
আপনারা সাবাই কেমন আছেন ? টেকটিউনসের সাথে থাকলে তো ভাল থাকতেই হবে।
আজ আমি আপনাদের দেখাব আমার কি ভাবে অতি সহযে পিসিকে মুখের কথায় পরিচালনা করতে পারি। আসলে বিষয় টি আনেক সহয। এখানে আমি আপনাদের প্রমান সহ (ভিডিওতে) দিয়েছি।
এটা আপনার Windows 7, Windows 8, Windows 8.1, Windows 10 একই নিয়মে ব্যবহর করতে পাবেন। (Screenshot গুলো Mac থিম থেকে নিয়েছি)
তাহলে চলুন শুরু করি।
আপনাকে প্রথমেই Control Panel যেতে হবে সেখান থেকে Speech Recognition
তারপর Start Speech Recognition সিলেক্ট করবেন।
এবং এখানে কিছু নিয়ম দেয়া হবে সেগুলো ঠিক করুন যেমন : ১)মাইক্রোফোন টেস্ট এবং সিলেক্ট, ২)আপনার ভয়েস চেক ৩)ট্রেনিং ইত্যাদি।
আপনি এগুলো Next করুন, এবং Skip আসলে তা করুন। এবার নিচের মত একটি ঘর আসবে, এটি অন করুন।
এখন আপনি যা বলবেন আপনার তাই শুনবে আপনার পিসি।ব্যাস আপনার কাজ শেষ কাজ শেষ। বি দ্র : অবশ্যই আপনাকে স্পস্ট করে বলতে হবে। এবং নিয়ম আনুয়াযী। (নিয়ম উপরের লাল দাগের টিউটোরিয়ালে দেখুন) তারপরও যাদের বুঝতে অসুবিধা হচ্ছে এবং যারা প্রমান নিতে চান এই ভিডিওটি দেখুন : আপনি অবশ্যই পাবেন।
আপনদের এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন আমি উত্তর দিব। আমার কোন ভুল হলেও বলবেন এবং ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন। আপনাদের শুভ কামনায় এখানেই শেষে করছি।
আমি মো আব্দুল মোমিন টুটুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 18 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
ভাল লিখেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।