টাইপোগ্রাফিকে,ডিজাইন কিং বলা হয়। আপনার ডিজাইনকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সম্পর্কে জানা অত্যন্ত জরুরী। আপনি অনেক ডিজাইন দেখবেন শুধুমাত্র সুন্দর ফন্ট সিলেকশন এবং সঠিক ফন্টের ব্যবহার এসবের জন্যই আরো প্রফেশনাল দেখাচ্ছে।আপনিও কি এ সমস্যায় ভুগছেন। টাইপোগ্রাফি নিয়ে ভালো আইডিয়া পাচ্ছেন না, তবে এই টিউন টি আপনার জন্যই। চলুন জেনে নেই কিছু বেসিক কনসেপ্ট।
১। প্রথমে আপনাকে ফন্ট সিলেকশন নিয়ে কাজ করতে হবে। কয়টি ফন্ট নিয়ে ডিজাইন করবেন সেটি সিলেক্ট করে নিতে হবে। এবং কেমন ফন্ট সিলেক্ট করবেন।
২। লিডিং (লাইন হাইট) : দুটো বা তার অধিক লাইনগুলোর মধ্যে ফাকা রাখার যে প্রসেসে সেটিই মূলত লিডিং। ওয়েবের ভাষায় এক লাইন হাইট বলা হয়।
৩। ভিজ্যুয়াল হায়ারেকি : একটি ডিজাইনে কালার এর সঠিক ব্যবহার, ফন্টের সঠিক ব্যবহার এসব মূলত এ পর্বের অংশ।
৪। ট্রাকিং (লেটার স্পেসিং) : একটি শব্দের মধ্যে যে ফাকা স্থান বা গ্যাপ রাখা হয় সেটিই হচ্ছে ট্রাকিং।
৫। টেক্সট এলাইনমেন্ট : বিভিন্ন লাইনগুলো কোন দিক থেকে শুরু হবে সেটিই ঠিক করে দেয় এই লাইন এলাইনমেন্ট।
এ বিষয়ে আরো ভালোভাবে জানার জন্যে নিচের ভিডিওটি দেখুন। আশা করছি বেসিক আইডিয়া আপনি পেয়ে যাবেন।
ভিডিও
পরবর্তিতে আরো বিস্তারিত পর্ব আসবে। সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।
আমি ইসরাত সুলতানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন লাগছে।