খুব সহজ ভাবে Location Track করুন আপনার ফেসবুক বা what’sApp ফ্রেন্ডের আইপি ট্রাক করে।

সবাই কেমন আছেন।আশা করি ভালো আছেন।আজকে আপনাদের মাঝে খুবই প্রয়োজনীয় একটি পদ্বতি এর টিউন শেয়ার করব। আমারা সবাই কম বেশি ফেসবুক মেসেঞ্জার বা what's app এর মাধ্যমে একে অপরের সাথে মেসেজ আদান-প্রদান করে থাকি। অনেক সময় কোন বন্ধুটি কোন যায়গায় আছে তা জানার প্রয়োজন হয়।তো এজন্য অনেকে অনেক ধরনের পদ্বতি follow করে।আজকে আমি একটা সহজভাবে কিভাবে location Track করা যায় সেটা দেখাবো।

আজকের টিউনে যা থাকছে

  • ফেসবুক মেসেঞ্জারে যার সাথে চ্যাটিং করেন তার লোকেশন বের করতে পারবেন।
  • what's app যাদের সাথে চ্যাটিং করেন তাদেরও পারবেন।
  • সে কোথায় আছে তার সম্পূর্ন ঠিকানা সহ google map এর মাধ্যমে দেখতে পারবেন
  • সম্পূর্ণ টিউনটি ফ্রিতে পাবেন।
  • এজন্য আপনার তেমন কিছুই করার লাগবো শুধু সিম্পল  grabify.link এই সাইটে একটা একাউন্ট খুলার লাগবো।
  • google map ব্যবহার করে সে যেখানে থাকে তার আশেপাশের যায়গা সহ সেই ব্যক্তির প্রকৃত location track করে বের করতে পারবো।
  • এই কাজটি হবে IP track করে।আইপি এর মাধ্যমে তাকে খুজে বের করব আমরা।

কিভাবে location track করব

তো কাজটা করতে আমরা যে যে ওয়েবসাইট এর সহায়টা নিব তাহল

10minutemail.comgrabify.link
ip2location.commaps.google.com

এই সাইট গুলোর মাধ্যমেই আমরা আমাদের বন্ধু বা যার location track করতে চান তার লোকেশন বের করতে পারবেন।এখানে চার টা সাইট ব্যবহার করা হয়েছে।একেটার কাজ একেক ধরনের। তো আপনারা যেনো কোন সমস্যা না পড়েন কাজটি করতে।সেজন্য আমি অনেক সময় ব্যয় করে একটা ভিডি বানাইছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও মাধ্যমে আমি সম্পূর্নভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে ফেসবুক বা whatsApp এর মাধ্যমে কোন ব্যক্তির আইপি বের করে সেটা দিয়ে তার লোকেশন সহজে কিভাবে বের করা যায়।

আশা করি এই ভিডিও দেখলে আপনাদের আর কোন সমস্যা থাকার কথা না।

আশা করি ভিডি টি দেখে অনেক কিছু বুঝে গেছেন ব্যাপারটা।এখন কথা হল। 10minutemail আমি ভিডিওতে ব্যবহার করেছি শুধু ইমেইল ভেরিফাই করার জন্য।আপনি যদি এই সাইট ঝামেলা মনে হয় তাহলে আপনার অন্য কোন মেইল যেমন gmail বা yahoo সাইট ব্যবহার করতে পারেন।

সবাই ভালো থাকবেন।আজবেশি লিখতে পারলাম না।আমি বাইক acciden করে অনেক অসুস্থ তাই সময় ব্যয় করা্র জন্য টিউনটি লিখলাম কিন্তু লিখতে লিখতে এখন অসুস্থ হয়ে পড়লাম।আজকে এই পর্যন্তই।সব সময় ভালো টিউন পেতে টেকটিউনের সাথেই থাকুন।আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।

Level 1

আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai youtube link na dia details post den..

    আমি টেবিল আকারে চারটা সাইট দিয়েছি ।আমার টিউটোরিয়াল এই সাইট এর উপর সেটা বলেও দিয়েছে।