আপনি আপনার ছবিতে এবার খুব সহজেই 3D Effect দিন – Photoshop tutorials

সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম।আজ ফটোসপের একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম।আশা করি সবার ভাল লাগবে।সবার সাহায্যের কথা চিন্তা করে একটা tutorial দিলাম আশা করি সবার ভাল লাগবে। আমরা অনেকেই ইংলিশ 3d movie দেখি।বিশেষ চশমা দিয়ে দেখলে ছবি গুলা খুব কাছে মনে হয়।কিন্তু চশমা ছাড়া দেখলে অন্যরকম লাগে।আজ আমি আপনাদের  দেখাব photoshop দিয়ে কিভাবে খুব সহজে এই মজার ইফেক্ট দেয়া যায়।

তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক।এটি আমার photoshop এর প্রথম টিউটোরিয়াল।আমি এই কাজ টি করেছি photoshop cc 2016 এ। কাজের সুবিধার জন্য এই ভার্সনটা আপনারা ব্যবহার করতে পারেন।তো চলুন শুরু করা যাক।

ও হ্যা,আর একটা কথা।আমার ভিডিওটা আপনাদের ভাল লাগলে দয়া করে এটা Like দিবেন।আর অবশ্যই টিউমেন্টে আপনার মতামত জানাবে।ভাল লাগলে আমার চ্যানেলটিকে Subscribe করুন।এটা আপনাদের কাছে আমার দাবি।

তো চলুন Video টা দেখা যাক

আমার ভিডিও টা কেমন লাগলো।আমাদের এরকম আরো মজার মজার ভিডিও বানাতে সাহায্য করুন।আবারও বলছি Please please Subscribe করুন আমাদের color guard চ্যানেলটিকে।

ধন্যবাদ সবাই ভাল থাকবেন আর লাইক ও টিউমেন্ট করতে একদম ভুলবেন না

আবার দেখা হবে।

Level 0

আমি আপন আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় আপন আলী,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

    আমি সাবমিট করেছি।কিন্তু বিষয়টি ভাল করে বুঝলাম না।কেন????