কারেন্সি জোড়ায় জোড়ায় ট্রেড করা হয়
ফরেক্স ট্রেডিংয়ে একটি কারেন্সি কেনা হয় অন্ন কারেন্সি বিক্রি করে। কারেন্সি ট্রেড করা হয় একটি ব্রকার অথবা ডিলার এর মাধ্যমে, আর জোড়ায় ট্রেড করা হয়। যেমন Euro এবং U.S. Dollar (EUR/USD) অথবা the british pound এবং Japanese yen (GBP/JPY).
যখন আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করেন, তখন আপনি কারেন্সি জোড়া হিসেবে ক্রয় অথবা বিক্রয় করেন।
উপরের ছবিটাতে ষাঁড় এবং ভাল্লুক দরি টানাটানির প্রতিযোগিতা লেগেছে। কারেন্সি পেয়ারে যদি ষাঁড়কে ইউরো এবং ভাল্লুককে এউসডি ধরেন, তাহলে তারাও এভাবে প্রতিযোগিতা করে থাকে। এক্সচেঞ্জ রেট কমে বারে যেই কারেন্সি শক্তিশালী থাকে একটি নির্দিষ্ট সময়ে।
মেজর কারেন্সি পেয়ার
নিম্নের কারেন্সি পেয়ারগুলোকে মুখ্য কারেন্সি পেয়ার অথবা “Majors” বলে গণ্য করা হয়। সবগুলো পেয়ারয়ে ইউএসডি আছে আর প্রচুর পরিমানে ট্রেড করা হয়।
মেজর ক্রস-কারেন্সি পেয়ার অথবা মাইনর কারেন্সি পেয়ার
কারেন্সি পেয়ার যেগুলোতে ইউএসডি থাকে না সেগুলকে ক্রস কারেন্সি বলা হয়ে থাকে। মেজর ক্রসগুলকে মাইনর বলা হয়ে থাকে। সবচেয়ে বেশি ট্রেড করা কারেন্সিগুল হল ইউরো, ইয়েন এবং জিবিপি।
Euro Crosses (ইউরো ক্রস)
Yen Crosses (ইয়েন ক্রস)
Pound Crosses (পাউন্ড ক্রস)
Other Crosses (অন্যান্য ক্রস)
Exotic Pairs (এক্সটিক পেয়ার)
এক্সটিক পেয়ারগুলো সচরাচর দেখা যায় না। আপনার ব্রোকার কিছু এক্সটিক পেয়ার আপনাকে ট্রেড করতে দিতে পারে তাই জেনে রাখা ভালো। এক্সটিক পেয়ার মেজর কারেন্সির সাথে অন্য একটি ননমেজর কারেন্সি যোগ করবে। নিম্নে কিছু উদাহরণ দেয়া হলঃ
এই টিউনটি এখানে পাবেন।
(বিঃদ্রঃ কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)
আমার এই technews24bd.tk সাইটিতে সবার সহযোগিতা প্রয়োজন।
আশা করি সবাই সহযোগিতা করবেন।আশা করি আপনারা আমার সাইটে এসে টিউন করবেন।
আমি মোঃ নুরুল আমিন। SACMO, Unique Digital Hospital, Tangail। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় মোঃ নুরুল আমিন,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।