IF Else স্টেটমেন্ট সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একই। সিনট্যাক্স কিছু আলাদা হতে পারে কিন্তু অর্থপূর্ণ ভাবে একই। তাই একটিতে বুঝলে বাকি গুলোতে বুজতে অসুবিধা হবে না। IF Else ব্যবহার করা হয় সাধারণ আমাদের প্রোগ্রামে কোন কন্ডিশনের প্রয়োজন হলে। যেমন ধরেন অনেক সময় আপনারা কোন সাইটের ফর্ম ফিলাপ করে থাকেন সেখানে অনেক ফিল্ড যেমন ইমেইল এর উপর * চিহ্ন দেখবেন।
অর্থাৎ এই ফিল্ডটি অবশ্যই পূরণ করতে হবে এবং তার সাথে সাথে এটাও চেক করে আপনার ইমেইলটি ফেইক কিনা। যদি আপনি এই ফিল্ডটি খালি রাখেন বা ফেইক আইডি ব্যবহার করেন তাহলে ফর্মে এরর দেখায় কারণ এগুলোতে কন্ডিশন ব্যবহার করা হয়ছে। এভাবে আপনার প্রোগ্রাম করার সময় অনেক কন্ডিশনের প্রয়োজন পরে। এবং এই কন্ডিশনাল স্টেটমেন্ট এর মধ্যে IF Else খুব জনপ্রিয়। একটি উদাহরণ নিছে দেওয়া হয়ছে জাভাস্ক্রিপ্ট এরঃ
var a = 100;
var b = 100;
if (a > b) {
alert("Yes, a is greater than b");
} else if (a = b){
alert("Yes, a equal b");
} else {
alert("Yes, a is less than b");
}
আপনাদের বুঝার সুবিধার্থে আমি এই ভিডিওটি তৈরি করেছি এটি দেখলে আপনি খুব সহজে IF Else স্টেটমেন্ট বুঝতে পারবেন। কারণ এটিতে খুব সহজে উদাহরণ সহকারে বুঝানো হয়ছে। টিউনটি ভাল লাগলে ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না।
এটা পূর্বে প্রকাশিত হয়েছে এই পেজেঃ Smart Programming. নতুন সব প্রোগ্রামিং টিপস, টিউটোরিয়াল ও আরও প্রোগ্রামিং বিষয় সমূহ জানতে এই পেজে লাইক দিতে ভুলবেন না। ভাল থাকুন এবং টেকটিউনসের সাথে থাকুন।খোদাহাফেজ 🙂
আমি ইমু আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় ইমু আক্তার,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।