[মেগা টিউন] নিজেই তৈরি করুন ফেইসবুক প্রোফাইল পিকচার ফ্রেম এবং আপলোড করে জয়েন করুন ক্যাম্পেইনে

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। রমজান তোশেষ, আগামিকাল ঈদ। তো মনে হয় সবার মনেই ঈদের খুশির জোয়ার বয়ে যাচ্ছে। ঠিক এই খুশিতে ঈদ বোনাস হিসেবে আজকে আপনাদের একটি স্পেশাল জিনিস শেয়ার করবো। নিশ্চয়ই সবাই টাইটেল দেখেই টিউনটি পড়তে এসেছেন।

চলুন কথা না বাড়িয়ে দেখি কিভাবে আপনি নিজেই ফেইসবুক প্রোফাইল পিকচার ফ্রেম তৈরি করবেন এবং সেটি ফেইসবুকে সাবমিট করবেন।

আগেই বলে রাখছি আপনার যদি ফটোশপ সম্পর্কে ভালো ধারণা থেকে থাকে তবে আপনি এই টিউনটি পড়েই ফ্রেম বানিয়ে সাবমিট করতে পারেন। আর যদি ফটোশপ সম্পর্কে ধারনা না থাকে অথবা কম থাকে তবে আমার ভিডিওটি দেখলে অবশ্যই আপনি নিজেই ফ্রেম তৈরি করে সাবমিট করতে পারবেন।
কারণ এটা কোনো কঠিন বিষয় না।

তাহলে চলুন আমরা দেখি কিভাবে ফ্রেম তৈরি করবেন।

১. প্রথমে আপনি আপনার ফটোশপ ওপেন করুন।
এবার File>New অথবা ctrl+N চাপুন।
নিচের স্কিনসট দেখুন...

২. এবার নিচের স্কিনসট দেখুন...

https://dnc.techtunes.io/tDrive/tuner/sasnuralom/499878/Screenshot_2.png

৩. ওকে বাটন প্রেস করার পর নিচের মত একটি পেজ ওপেন হবে...

https://dnc.techtunes.io/tDrive/tuner/sasnuralom/499878/Screenshot_3.png

৪. আগেই বলেছিলাম যাদের ফটোশপ সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা ভিডিও না দেখেই তৈরি করতে পারবেন। নিচের স্কিনসটে দেখুন আমি অলরেডি একটি ফ্রেম বানিয়েছি। আপনি যদি না পারেন তবে ভিডিওটি দেখলে অবশ্যই পারবেন।

৫. ফ্রেম বানানো হয়ে থাকলে নিচের মত সেভ করুন।

৬. এবার আপনার ওয়েব ব্রাউজার ওপেন করে এই ঠিকানায় যান... http://www.facebook.com/fbcameraeffects/home/
এবার Create a Frame অপশনে ক্লিক করুন

৭. এবার Get Started অপশনে ক্লিক করুন...

৮. এবার Upload Art অপশনে ক্লিক করুন...

৯. এবার নিচের স্কিনসট অনুসরন করে ফ্রেমটি ওপেন করুন...

১০. এবার নিচের স্কিনসটটি ভালোভাবে খেয়াল করুন...

১১. মাউস পয়েন্টার দিয়ে ভালোভাবে ফ্রেমটি সেট করে Next বাটনে ক্লিক করুন... (নিচের স্কিনসটের মত)

১২. এবার ফ্রেমের নাম দিন এবং ফ্রেম Owner সিলেক্ট করুন...

১৩. এবার Next বাটনে ক্লিক করুন...

১৪. এবার Submit বাটনে ক্লিক করুন...

১৫. এবার OK বাটনে ক্লিক করুন...

১৬. এবার নিচের মত একটি পপ-আপ উইনডো শো করবে অর্থাৎ আপনার ফ্রেম সঠিকভাবে সাবমিট করা হয়েছে...

১৭. এবার Create a Frame নামক অপশনের বামপাশে দেখুন Manage নামে একটি অপশন আছে ওটাতে ক্লিক করুন এবং দেখুন নিচের স্কিনসটের মত আপনার ফ্রেমটি রিভিউতে আছে। ওটা এপ্রুভ করতে ফেইসবুক ২-৩দিন থেকে ১সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে...

যাদের বুঝতে অসুবিধা আছে তারা পুরোপুরি বুঝতে চাইলে এই ভিডিওটি দেখুন... (অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে Subscribe করবেন।)

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

সাথে সাথে আরো দোয়া করবেন আমি যেনো আপনাদের জন্য আরো ভালো ভালো টিউন নিয়ে হাজির হতে পারি।
আল্লাহ হাফেজ
আমার সাথে যোগাযোগ করতে পারেন... ফেইসবুক / টুইটার

Level 0

আমি রহস্যময় এক যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Good Tune মোবাইলে ফ্রেম আপলোড দেওয়ার কোন ট্রিক আছে..?

    Level 0

    ১০ নম্বর স্কিনসটে দেখুন। ওখানে ফ্রেমটি যেভাবে সেট করতে হয় ওটা কোনো মোবাইল ডিভাইস দিয়ে করা সম্ভব না!

খুব কাজে টিউন । আমি একটা বানিয়ে ফেসবুকে আপলোড করলাম। দেখা যাক রিভিও এ কি বলে…

    Level 0

    খুব ভালো

প্রিয় Sas,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।