আশা করি সবাই ভাল আছেন। solidworks দ্বিতীয় পর্বে সবাই কে স্বাগতম। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে একটি খুবই বেসিক ডিজাইন আঁকতে হয়। এবং আঁকার মাধ্যমে কিছু কিছু টুলস সম্পর্কে শিখেছিলাম। আসুন একটু রিভিউ করি কেউ যদি প্রথম পর্ব না দেখে থাকেন তবে দেখে নিন।
এই টুল টি দিয়ে আপনি কোন প্লেন এ যা একেছেন তা কে কোন দিক বরাবর বাড়াতে পারবেন। তবে আপ্নাকে খেয়াল রাখতে হবে আপনার ড্রইং যেন ক্লোজ হয়। ভিডিও দেখলে পরিষ্কার হবে।
কোন প্লেনে আপনার যদি ড্রইং করেন। এই টুল টি ইউজ করা হোল বা যেকোনো শেপ এ কাটার জন্য।
ধরেন আপনার কোন সারফেস এর উপর এর প্লেন লাগবে না। কিন্ত এমন জায়গায় লাগবে যেখানে কোন সারফেস নাই। তখন আপনি এই টুল দিয়ে সেখানে প্লেন ড্র করতে পারবেন। এবার ভিডিও টি দেখা শুরু করেন। তাহলে যা বুঝতে পারছেন না তাঁর ইউজ দেখলেই বুঝে ফেলবেন।
ভিডিও তে কোন বিষয় বুঝতে সমস্যা হলে এখানে টিউমেন্ট করুন। অথবা আমাকে মেসেজ দিন।
আমি রুমায়েল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am in mechanical at BUET. currently i am in third year. interested in designing, programming, robotics. want to learn more. pray for me. thank you
nice video