বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।
ইন্ট্রো নিয়ে কিছু কথা বলি, ইন্ট্রো হলো একটা সিনেমার শুরু হওয়ার আগে যে ছোট কয়েক সেকেন্ডের ভিডিও দেখায় সেটাই ইন্ট্রো ভিডিও। আরো ভাল করে বলতে গেলে আপনি যশ রাজের ফিল্ম দেখেন? এরস নাও এর ভিডিও দেখেন? আমাদের বাংলাদেশের এর মিডিয়া কম্পানি জাজ এর ইন্ট্রো নিশ্চয় দেখেছেন? গানের শুরুতে অথবা ভিডিওর শুরুতে যে ছোট একটা ভিডিও চালু হয়ে কয়েক সেকেন্ড থেকে শেষ হয়ে যায় সেটাই ইন্ট্রো ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন।
যদি না বুঝেন তাহলে আমার চ্যানেলে গিয়ে একটা ভিডিও দেখলেই বুঝবেন ইন্ট্রো কি। এবার চলুন আলোচনা করা যাক ইন্ট্রো কি ভাবে ভিডিওতে সেটআপ করতে হয়। আমরা সবাই চাই আমাদের ইন্ট্রোটা যেনো সবার থেকে ভিন্ন হয় তাই না? আমাদের ইন্ট্রো টা যেন অসাধারণ ইন্ট্রো হয়। হ্যাঁ, অসাধারণ ইন্ট্রো বানাতে হলে আপনাকে বেশ কয়েকটি জিনিস খেয়াল করতে হবে।
আপাতত এই গুলো থাকা জরুরি। আর হ্যাঁ আপনি যখন ইন্ট্রো ইডিট করতে যাবেন সেখানে কোনো প্রকার ত্রুটি যেন না থাকে। তাহলে ভিডিওতে ত্রুটি থেকে যাবে। তাছারা আপনি সবার থেকে ভিন্ন রকম স্টাইল সিলেক্ট করে নেবেন। ভিডিও রেজুলেশন সঠিক মাপে রাখবেন।
এবার চলুন টেম্পলেট টা ডাউনলোড করে ফেলি।
ডাউনলোড শেষ? এবার জিপ ফাইলটা আনজিপ করে নিন এই ভাবে।
এবার দেখুন ভেতরে তিনটা ফাইল পাবেন সেটা ওপেন করুন। এবার ভিডিও টা দেখে কাজ করুন।
আমার টিউনে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। টিউনটি যদি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে মনোনয়ন করতে পারেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য। আজকে বিদায় নিচ্ছি দেখা হবে সামনের টিউনে। সবাই ভাল থাকুন। মেতে থাকুন প্রযুক্তির সুরে।
প্লাস করুণ আমাকে
সমস্যা হলে মেসেজ করুণ ফেইজবুকে
ফলো করুণ টুইটারে
ইন্ট্রো ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুণ ইউটিউবে
আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}