বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান। কেমন আছেন সবাই? আজকের আলোচনার বিষয় হলো কি ভাবে আপনি আপনার চ্যানেল এর জন্য একটা ইন্ট্রো ভিডিও বানাবেন। এবং সেই বিষয় নিয়ে পুরো টিউন। আশা করি ভাল লাগবে। টিউনটি কেমন হয়েছে সেটার বিচার করবেন আপনি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে নেবেন প্লিজ। চলুন টিউনে চলে যাই।
ইন্ট্রো হলো আমাদের একেক জনের চ্যানেলের জন্য আলাদা আলাদা ভিডিও থিমস থাকে। যে ভিডিও দ্বারা চ্যানেল এর নেম, চ্যানেল ইউজার নেম, টুইটার ইউজার নেম, ফেইজবুক ইউজার নেম, গুগল ইউজার নেম দেয়া থাকে। যেটা দেখে সবাই আপনার বা আপনার চ্যানেলকে লাইক, টিউমেন্ট, ফলো করতে পারে। এতে আপনার চ্যানেল খুব দ্রুত পপুলার হয়ে ওঠে।
ইন্ট্রো বানাতে সবাই পারে। একটু দরকার বুদ্ধি ও শ্রমের। যেটা কাজে লাগিয়ে ইন্ট্রো ভিডিওটা বানানো যায়। আমাদের অনেকের কাছেই অনেক ধরণের সফটওয়ার পছন্দ। আমার কাছে ভাল লাগে এডোবি আফটার ইফেক্ট, সনি ভেগাস প্রো ইত্যাদি। আর এই গুলো খুব মান সম্মত ভিডিও বানাতে সাহায্য করে। এক কথায় আপনি প্রফেশনাল ভিডিও ইন্ট্রো বানাতে পারবেন। আপনার চ্যানেল এর জন্য এক এর জন্য একটা ইন্ট্রো বেশ ভাল দায়িত্ব পালন করে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। অনেক চ্যানেল অনেক ভাবেই পপুলার হয় সেটা হয় যে কোনো কারণেই। তবে ইন্ট্রো বেশ ভাল একটা জিনিষ।
ভিডিও টেম্পলেট ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে দেখে নিন। আর যাদের সনি ভেগাস বা আফটার ইফেক্ট নেই তারা দয়া করে গুগল থেকে ডাউনলোড করে নিন। আমার কাছে লিংক নেই তাই দিতে পারছি না। এবার চলুন ভিডিওটা দেখে ইন্ট্রো বানিয়ে ফেলি নিজের ইচ্ছা মত।
ভিডিওটার সম্পর্কে আপনার মতামত কি সেটা প্লিজ টিউমেন্ট অথবা টিউমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ সবাইকে। আমি মেহেদী আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন, মেতে থাকুন প্রযুক্তির সুরে।
প্লাস করুন আমাকে
ফলো করুন আমাকে
ট্রিক্স বিষয়ক টিপস পেতে এখানে ক্লিক করুন
আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}