আশা করি ব্যাপার গুলো মাথায় রাখবেন। জানি খুবই straight forward কথা হয়ে গেছে। কিন্তু কিছুই করার নাই। সততার সাথে ব্যবসা করলে এই দেশের মানুষের সমস্যা হয় অনেক। তাই এমনভাবেই বলতে হয়। তবে জয়েন করেই দেখুন। এখানে ক্রেতা বিক্রেতা সম্পর্ক নেই বললেই চলে, এখানে বন্ধুত্বমূলক সম্পর্ক রয়েছে সবার মাঝে।
জাজাকাল্লাহু খাইরান।
যেসব সাইট থেকে আমরা অর্ডার নিইঃ
1.ALIEXPRESS 2.AMAZON 3.eBAY 4.gearbest and many more
Dollar Rate:
For USA Based Site including aliexpress: per dollar 85 BDT
For UK Based Site: Per Euro 95 BDT
For Chinese site; Per RMB 15 BDT
For Indian Site: Per Rupee 1.40 BDT
পেপাল ডলার সেল করা হয়। প্রতি ডলার ৮৫ টাকা করে। এছাড়াও যেকোনো অনলাইন পেমেন্ট করা হয়.
৪. কিভাবে অর্ডার করবেন?
- প্রথমে আপনি যে পন্যটি কিনতে চান তার লিংক আমাদের গ্রুপে টিউন করুন
- শিপিং খরচটা আপনি যে পন্য কিনতে চাচ্ছেন তার কোম্পানি কতৃক নির্ধারিত থাকে এবং তা পন্যের নিচে উল্লেখ করা থাকে যা আপনি দেখতে পারবেন। সব পন্যে যে শিপিং খরচ থাকে তা কিন্তু নয় বরং অধিকাংশ পন্য ওরা ফ্রী শিপিং করে থাকে যা পন্যের নিচে উল্লেখ থাকে। তাই আপনি যদি ঐই ফ্রী শিপিং এর পন্য আনেন তাহলে আমরাও আপনার কাছ থেকে কোন শিপিং চার্জ নিব না।
কিভাবে পেমেন্ট করবেন?
- বর্তমানে আমাদের পেমেন্ট গ্রহন করার একটিমাত্র মাধ্যম চালু আছে
bkash & Rocket (01962368867)অথবা আপনি আমাদের অফিস এ এসে টাকা পরিশুধ করতে পারেন।
Office Address: SR enterprise, In front of Tungipara Model Thana, Gopalganj.
. কিছু গুরুত্বপূর্ন বিষয়!
ক। আপনাকে আগে পেমেন্ট করতে হবে তাহলেই আমরা আপনার অর্ডার কনফার্ম করতে পারব। কেননা অর্ডার করতে হলে অমাদেরকেও আগে পেমেন্ট করতে হয়। তা না হলে আমরাও আপনাদের কাছ থেকে আগে পেমেন্ট নিতাম না।
খ। লাক্সারিয়াস, ভারী অথবা বড় পণ্যের ক্ষেত্রে সরকার কতৃক কাস্টমস ডিউটি বা আমদানি শুল্ক ধার্য করা হয়। সাধারনত ছোট এবং ওজন কম হলে কাস্টমস ডিউটি বসে না। তাই পণ্যের তারতম্য হিসেবে ডিউটি বসে ও তা কম বেশি হতে পারে। সুতরা কাস্টমস কতৃক ধার্যকৃত টাকা(ভ্যাট) আপনাকে পে করতে হবে। এটার দায়িত্ব Shop Online BD কর্তৃপক্ষ নিবে না
গ। ফ্রী শিপিং-এ সাধারনত পন্য আসতে ১৫-৬০ দিন সময় লাগে তাই ধৈর্য্য ধরতে হবে। যদিও ৩-৭ দিনের মধ্যে(DHL) এর মাধ্যমে পন্য আনা যায় তবে তাতে খরচ অনেক বেশী পরবে।
Amazon Delivery within 15 days
India and China site Delivery within 12 days
ঘ। প্রত্যেকটি পন্য শিপিং-এ সর্বোচ্চ কতদিন লাগতে পারে তা পন্যের নিচে উল্লেখ করা থাকে। তাই উক্ত সময়ের মধ্যে যদি পন্য আপনি হাতে না পান তাহলে তার পরের দিনই আমরা আপনাকে আপনার পুরো টাকা ফেরৎ দিয়ে দিব।
ঙ। যেই পণ্যটি কিনতে চাচ্ছেন সর্বপ্রথম তা সার্চ দিবেন তারপর ঐই পণ্য গুলির ফিডব্যাক গুলো দেখবেন আর দেখবেন পণ্যটি কত জন ক্রেতা কিনেছে। যারা এই পন্যের বেপারে ভাল ফিডব্যাক দিয়েছে। ঐই পণ্যটি অর্ডার করবেন। আপনারা অনেক সময় লক্ষ্য করবেন একি পণ্য অন্য একজন সেলার আরও কম দামে দিচ্ছে কিন্তু তার ফিডব্যাক অপশনে তেমন কিছু লেখা নেই অথবা খুব কম অর্ডার সে পেয়েছে। এই ধরনের সেলার থেকে পণ্য অর্ডার না করাই ভাল।
চ। অনলাইনে লেনদেন করার জন্য সবচাইতে বড় প্রয়োজন বিশ্বাস। যদি আপনার আমাদের উপর বিশ্বাস না হয় তাহলে আপনার-আমার উভয়ের জন্য এই লেনদেন ইসলামী শরীয়াতের নিয়ম অনুযায়ী হারাম হয়ে যাবে [ঈযাহুন্নাওয়াদের-১/২৭, ইসলামী ফিকাহ-২/৩০১, জাদীদ ফিকহী মাসায়েল-১/৩৮২]
তাই আপনার যদি আমাদের উপর বিশ্বাস না হয় তা হলে অর্ডার না করার জন্য বিনীত অনুরোধ রইল।
আমি বুলবুল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।