কেমন আছেন সবাই।
আশা করি সবাই ভালো আছেন।শাহাদাত ষ্টুডিও পক্ষ থেকে আমি শাহাদাত হোসেন আপনাদের জানাচ্ছি স্বাগতম।বরাবরের মত আজকেও ফটোশপের নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে টিটোরিয়ালে আমি দেখাবো ফটোশপে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল। এ তিনটি টুলের মূল কাজ একই হলেও এগুলো ভিন্নভাবে কাজ করে। সিলেকশন টুলের ব্যবহার। সিলেকশন টুলস ব্যবহার করে ফটোশপে কাজ করার প্রদ্ধতি সম্পর্কে জানবো।
ফটোশপে টুল হিসেবে তিনটি সিলেকশন টুল আছে। যেমন ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল। এ তিনটি টুলের ব্যবহার সম্পর্কে টিউটোরিয়ালে দেখবো। সাধারণ ল্যাসো টুল হলো ফ্রি হ্যান্ড টুল। অনেকটা পেন্সিল দিয়ে ড্র করার মতো। পলিগনাল ল্যাসো টুল সবসময় সরল রৈখিকভাবে কাজ করে। যেকোনো ধরনের বক্স বা পেস্নন সারফেস বা এমন কিছু, যার সারফেস রৈখিক ধরনের অবজেক্ট সিলেক্ট করতে পলিগনাল ল্যাসো টুল বিশেষভাবে উপযোগী। আর ম্যাগনেটিক ল্যাসো টুল একটু ভিন্নভাবে কাজ করে। এটি নিজে থেকেই খুঁজে বের করে ক্যানভাসের কোথায় কালারের ডিফারেন্স আছে। যেখানে কালারের পার্থক্য আছে, সেখান দিয়ে নিজে থেকেই সিলেক্ট হয়ে যায়। এই টুলটি ব্যবহারের সময় মাউস পয়েন্টার ধীরে ধীরে নাড়াতে হবে। তা না হলে ক্যালকুলেশনের জন্য প্রয়োজনীয় সময় এবং সারফেস পাবে না, তাই ভুল সিলেকশন হবে। ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করার সময় সাধারণত ক্লিক করার দরকার হয় না। মাউস পয়েন্টার যেখান দিয়ে নেয়া হয় সেখান দিয়েই স্বয়ংক্রিয়ভাবে সিলেকশন হয়ে যায় এবং কতগুলো পয়েন্ট তৈরি হয়। তবে ইউজার যদি চান তাহলে ইচ্ছে মতো জায়গায় ক্লিক করে পয়েন্ট তৈরি করে নিতে পারেন। ওই পয়েন্টগুলোই হলো সিলেকশনের পরিধি।
1.Lasso Tool:
এর সাহায্যে ছবির বিভিন্ন স্থান নির্বাচন করা যায়। এটি তিন ধরনের কাজ করে, যেমনঃ
Lasso tool: সাধারনত এর কাজ পেন্সিলের মত, ক্লিক করে ধরে রেখে ছবির যে জায়গার উপর টুলটি ঘুরাবেন সেই জায়গা নির্বাচিত হয়ে যাবে।
Polygonal Lasso tool: ছবির যে জায়গাটুকু নির্বাচন করতে চান তার উপর এক জায়গায় ক্লিক করে এরপর বিভিন্ন পয়েন্ট তৈরির মাধ্যমে জায়গা নির্বাচন করতে পারবেন।
Magnetic Lasso tool: ছবির যে যে জায়গায় এর দ্বারা ক্লিক করবেন সেই সেই জায়গা রঙের তারতম্য অনুযায়ী নির্বাচন করে যাবে।
তাই যদি আপনি নিজেকে ফটোশপে কাজের উপযোগী করে গড়ে তুলতে চান তবে সিলেকশন টুলের ব্যবহার জানা থাকলে আশা করি আপনি লাভবান হবেন।
তাহলে টিউটোরিয়ালটি শুরু করা যাক :
আপনাদের কোনো কিছু জানার থাকলে টিউমেন্টস করতে পারেন।আমি চেষ্টা করবো উত্তর দেয়ার।আর ভালো লাগলে অব্যশই শেয়ার করবেন।
ধন্যবাদ টিউনটি পড়ার জন্য।
আমি প্রত্যয় ব্যক্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।