গ্রাফিক ডিজাইন শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রীতে অধ্যায়:০১ পার্ট:০৩

কেমন আছেন সবাই।

আশা করি সবাই ভালো আছেন।শাহাদাত ষ্টুডিও পক্ষ থেকে আমি শাহাদাত হোসেন আপনাদের জানাচ্ছি স্বাগতম।বরাবরের মত আজকেও ফটোশপের নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে টিটোরিয়ালে আমি দেখাবো ফটোশপে জুম টুল ব্যবহার ও কিভাবে কালার এপ্লাই করেত হয়।

ফটোশপের জুম টুল ব্যবহার ও কিভাবে কালার এপ্লাই করতে হয় এখানে সহজ ভাষায় ক্রমান্বয়ে তুলে ধরার চেষ্টা করব। এখানে আপনি খুব বেসিক একটা ধারনা পাবেন আশা করি যা আপনাকে টুলসগুলো ব্যবহারে ফটোশপে কাজ করতে সাহায্য করবে।

জুম ইন্ডিকেটরঃ

এই বারের সাহায্যে আপনি আপনার কারেন্ট ডকুমেন্টের জুম কত পারসেন্ট আছে বুঝতে পারবেন। এটা টুল বারের নিচে থাকে ও স্ট্যাটাস বারের বাম পাশে।
কালার প্যালেট এর ব্যবহারঃ

ফটোশপের কালার প্যালেট এর ব্যবহার অতি গুরুত্বপূর্ণ। কালার প্যালেট ব্যবহার করে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার নির্বাচন করা যায়।
রঙ ব্যবহার করার জন্য আরও যে টুল এবং ব্যাপার সংশ্লিষ্ট তা হল:
- টুলবক্সের Foreground & Background কালার বক্স
- Eye Dropper tool
- Point Backer tool
- Gradient tool.
কালার প্যালেটের উপরে ডানদিকের বাটনে ক্লিক করলে পর্দায় কালার প্যালেট মেনু প্রদর্শিত হবে:
মেনু থেকে যে মোড নির্বাচন করা হবে সে মোডেই কালার প্যালেট প্রদর্শিত হবে। যেমন RGB Sliders এবং RGB Spectrum নির্বাচন করলে RGB মোডে কালার প্যালেট প্রদর্শিত হবে।
আমরা আজকে Foreground & Background কালার সম্পর্কে আলোচনা করব

Foreground & Background কালার:

সব ইমেজেরই ফোরগ্রাউন্ড (সামনের অংশ) এবং ব্যাকগ্রাউন্ড (পিছনের অংশ) রয়েছে। ফটোশপ প্যাকেজে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হয় নিম্নোক্তভাবে।
Foreground:
- পেইন্ট করা হয়
- কোন নির্বাচিত অংশকে ফিল করা হয়
- স্ট্রোকে অংশ নিলে কাটা অংশে প্রদর্শিত হয়।
Background:
- গ্রেডিয়েন্ট ফিল করার জন্য ব্যবহার করা হয়
- ইমেজের অংশ কেটে নিলে কাটা অংশে প্রদর্শিত হয়।
চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক:


আপনাদের কোনো কিছু জানার থাকলে টিউমেন্টস করতে পারেন।আমি চেষ্টা করবো উত্তর দেয়ার।আর ভালো লাগলে অব্যশই শেয়ার করবেন।

Level 0

আমি প্রত্যয় ব্যক্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস