আমার আগের টিউনে বলেছিলাম আনলিমিটেড স্টোরেজের সম্পর্কে, এখন কথা হল আমাদের বাংলাদেশের এই নেট স্পিড দিয়ে এত বড় বড় ভিডিও ফাইল আপলোড করবো কি ভাবে ! বাংলাদেশে আমাদের গড় স্পিপ ম্যাক্সিমাম ২-৩ এমবিপিএস। এই জন্য আপনাদের আজ বলব কি ভাবে বাসাই বসে থেকে ১ গিবি পি এস স্পিডে ডাওনলোড বা আপলোড করতে পারবেন।
এই জন্য আপনাদের যা দরকার তা হল "আরডিপি" অথবা "ভিপিএস" আরডিপি হল রিমোট ডেস্কটপ প্রটোকল এবং ভিপিএস হল ভারচুয়াল প্রাইভেট সার্ভার।
আরডিপি হল একটি বাইরের দেশের পিসিকে ভাগ করে দিবে কয়েকজন ইউজারদের ভিতরে। একটি পিসিতে যা যা থাকে সবটাই থাকবে সেখানে যেমন প্রসেসর, র্যাম, হার্ডডিস্ক ধরুন ৩২ গিবি র্যাম ভাগ করে দিয়েছে ৩ জনের ভিতরে তখন ইউস করার সময় ৩ জনের যখন জার যোতটুকু লাগবে সে তত খানি পাবে,পারফেক্ট উদারহন হল ওয়াইফাই। আরডিপি ইউস অনেকটাই টীম ভিউ এর মত শুঢুু পার্থক্য হল এটাতে আপানাকে আইপি দিয়ে ঢুকতে হবে। আরডিপি কেনার শেষে আরডিপি হোস্ট আপনাকে আইপি উজার নেম এবং পাস দিয়ে দিবে। ঢুকতে হবে স্টার্টমেনু তে গিয়ে রিমোট ডেক্সটপ কানেকশন অপশনটিতে জেয়ে ।
আরডিপি কিনে অনেক কিছু করতে পারবেন। যেমন আমি মুভি সাইট চালাচ্ছি আমার একেকটা মুভির সাইজ ১-২ গিবি আপ এগুলো ডাউনলোড ও আপলোড করা মানে ৪ গিবি । এগুলো কাজ আমারদের দেশের নেটের পক্ষে সম্ভব নাহ। আমি যে আরডিপি ইউস করি সেটার সার্ভার নেদারল্যান্ডের এবং আপলোড ও ডাউনলোড স্পিড ১গিবি। মানে এক গিবি ফাইল আমার নামাতে সময় লাগে ১০ সেকেন্ড ! জী আমি মোটেও মজা করছিনা আসুন দেখে নি আমার আরডিপিঃ-
আমার আরডিপির কনফিগারেশন ঃ-
আমার আরডিপির ডাউনলোড ও আপলোড স্পিড ঃ
আরডিপি যেভাবে শেয়ার করে দিবে ঃ-
সবার হার্ডডিস্ক ভিন্ন ভিন্ন থাকবে এবং কেউ কারওটায় ঢুকতে পারবেনা।
আরডিপির দাম শুরু প্রতিমাসে ৫ ডলার থেকে। যত ভাল কনফিগার নিবেন তার দাম তত হবে।
যা যা আপনার পিসিতে করতে পারেন সব কিছুই আরডিপি তে করতে পারবেন। কিন্তু আরডিপি কিনার আগে তাদের টার্মস পেজ পড়ে নিতে ভুলবেন না। বেশি ভাগ হোস্ট হ্যাকিং, ফিশিং, ইমেইল স্প্যাম, ভিপিএন ইউস এলাও করেনা। অনেকে টরেন্টও এলাও করেনা। এছাড়া আপনি ইচ্ছা মত আইডিএম দিয়ে ডাউনলোড দিতে পারেন এবং ইচ্ছা মত আপলোড দিতে পারেন কারন আরডিপির কোন লিমিটেশন নাই ।
নিতে পারবেন কিন্তু তা ডাউনলোড হবে আপনার অরজিনাল নেটের স্পিডে।
যেখান থেকে আরডিপি কিনবেন সেখানর টার্মস অ্যান্ড কন্ডিশন পেজতি পড়তে ভুলবেন না এবং কিছু না বুঝলে তাদের সাথে চ্যাট অথবা মেইলের মাধ্যমে যোগাযোগ করুন। কম দামি আরডিপিতে প্রভাইডার এডমিন এসেস দেইনা এর মানে আপনি নিজে থেকে কোন সফট ইনস্টল দিতে পারবেন না, যে সফট লাগবে তা হোস্ট কে জানালে সে আপনার জন্য ইনস্টল করে দিবে।
ভিপিএস কি ??
ভিপিএস হল ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। মানে এটি কারো সাথে শেয়ার থাকবেনা এবং এর মালিক শুধু মাত্র আপনি। আরডিপির মত সেম আপনাকে আইপি আইডি এবং পাস দিবে এবং একই ভাবে ঢুকতে হবে।
কেন ভিপিএস কিনব ??
ভিপিএস দিয়ে সব কাজ করতে পারবেন ইচ্ছা মত। ইছা মত সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। এমন কি কোন ওয়েবসাইট অথবা কোন অনলাইন অ্যাপ হস্ট করতে পারবেন। যদি আপনার ভিপিএস অফশোর হয় তাহলে হ্যাকিংও ধুমিয়ে করতে পারবেন। লিনাক্স উজারদের জন্য ভিসিএস হল সর্গরাজ্য কারন লিনাক্স ভিসিএস অনেক কম দামে পাওয়া যায়। ভিপিএসে আপনি ইচ্ছা মত বট ইউজ করতে পারবেন। আমি নিজে আমার ৩ টা ওয়েব সাইট ভিপিএস এ হোস্ট করেছি । দেখেনিন আমার ভিপিএস ঃ
ভিপিএস কি খুব দামি ??
ভিপিএস একটি প্রাইভেট সার্ভার এই জন্য এর দাম বেশ বেশি আরডিপির তুলনাই। আমার এই ১ জিবি র্যাম ও ৫০০ এমবিপিএস নেট পোর্ট দিয়ে দাম পড়ে মাসে ১৮ ডলার। উইন্ডোজ ভিপিএসের দাম লিনাক্সের ২ গুন। এই জন্যই বলেছি আগে যে ভিপিএস হল লিনাক্স উজারদের জন্য সর্গরাজ্য ! আমি নিজে লিনাক্স পারিনা 🙁
কি কি করতে পারব ভিপিএস দিয়ে??
আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন 🙂 যেমন আপনার ওয়েবসাইট হোস্ট করতে পারবেন এর সুবিধা হল যে মার্কেটের যেকোনো শেয়ার হোস্টিংএর তুলাই এটি বেশি ক্ষমতা সম্পর্ন্ন। দ্রুত এসেস দ্রুত সাইট লোডিং ইত্যাদি। আপনি যদি অফশোর ভিপিএস ইউস করেন তাহলে তা হবে ডিএমসিএ প্রুভ ! মানে ইচ্ছা মত মুভি গেমস ইত্যাদি কপিরাইট করে যেতে পারবেন কোনরকম রিস্ক ছাড়াই ! এছাড়া আরডিপির মত ডাউনলোড আপলোড দিতে পারবেন এবং ইচ্ছা মত সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। কোন ভিপিএস এ সফটওয়্যার ইনস্টল সম্পর্কে কোন টার্ম থাকেনা। সুধু অবৈধ কর্জ কালাপ থেকে দূরে থাকবেন।
ভিপিএস ডাটা কি পিসিতে নিতে পারব ??
নিতে পারবেন কিন্তু তা ডাউনলোড হবে আপনার অরজিনাল নেটের স্পিডে।
দেখে নিন আরডিপি কিনার আগে কি কি জিনিস জেনে নিবেন ঃ
প্রথমেই যা দেখবেন যে ভিপিএস লিনাক্স না উইন্ডোজ। কারন যারা লিনাক্স ইউজ জানেন না তারা লিনাক্স কিনলে কিছুই বুঝবেন না। কিনার পরে রিফান্ডও পাবেন না।
এটি আসলে আপনার কাজের উপরে ডিপেন্ড করবে। আপনি যদি আপলোড ও ডাউনলোডের জন্য কিনেন তাহলে আমি সাজেস্ট করবো আরডিপি কিনতে এবং আপনি যদি ওয়েব সার্ভার অথবা অ্যাপ্স হোস্ট করতে চান তাহলে ভিপিএস কিনতে পারবেন।
ভিপিএস অথবা আরডিপি সম্পর্কে আরো প্রশ্ন অথবা কেনার সময় কোন সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করুন - ফেসবুকে আমি।
এরপরে আপনাদের দেখাব কি করে সম্পূর্ণ আন্ডারকভার হয়ে ওয়েবসাইট হস্ট করতে হয়। সে পর্যন্ত ভাল থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ 🙂
আমি সাব্বির রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।