তৈরি করে নিন একটা প্রোফেশনাল ইউটিউব চ্যানেল [নতুনদের জন্য] ভিডিও টিউটোরিয়াল

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম। আমি মেহেদী। আজকে নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। যারা নতুন তাদের খুব কাজে আসবে। সকলেই চায় তার একটা চ্যানেল থাকবে। সেখানে তার ভিডিও গুলো সবাই দেখবে এবং কিছু হলেও তার পকেট খরচ আসবে। কিন্তু বাঙালি হিসেবে আমাদের ধোর্য একদম সীমিত। আমরা প্রতিটা কাজেই চাই খুব দ্রুত করতে। যার পরিপ্রেক্ষিতে দেখা যায় আমাদের পড়তে হয়ে অনেক বড় ধরণের কোনো সমস্যা। আমরা অনেকেই আছি যারা তাদের চ্যানেল তৈরি করেছে কিন্তু সেখানে কোনো প্রকার ভালো ভিডিও নেই। আমরা চ্যানেল তৈরি করি কিন্তু তার পরিচর্যা করি না, যার ফলে আমাদেরে লক্ষে পৌছুতে অনেক অনেক সময় লেগে যায়।

আমি আমার একটা কাজিনের কথা বলি, তাকে আমি তিন মাস আগে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দেই। সে কয়েক দিন বেশ ভালই ভিডিও বানিয়ে আপলোড করেছে। কিন্তু তার পর আর সে ইউটিউব কে সময় দেয় না। কাজের কাজ তো হলোই না বরং উলটো তার সময় টুকু অপচয় করল। তাই বলছি, আপনি আগে ভাবুন যে আপনি আপনার চ্যানেল কে সময় দিতে পারবেন না কি পারবেন না।
যদি আপনার উত্তর 'হ্যাঁ' হয় তাহলে আপনি ভিডিওটা দেখে চ্যানেল তৈরি করতে পারবেন। যদি উত্তর 'না' হয় তাহলে লাগবে না ভিডিও দেখা। কারণ আপনার সময়টুকু নষ্ট হবে। এই সময়টুকু অন্য কোন কাজে লাগান ভালো কিছু করতে পারবেন।

আমাদের কিছু প্রবলেমঃ

ভাই কি করব বলেন তো? কোনো ভিউ তো পাই না। হুদাই চ্যানেল খুললাম :(।
আরে ভাই চ্যানেলের পেছনে আগে সময় দেন তার পরে আমাকে বইলেন যে আপনি হুদাই চ্যানেল খুলছেন নাকি কিছু পাবার আশায়।
অনেকেই হতাশ হয়ে ফিরে চলে আসেন। তাদের কে বলব।
ভাই আগে আপনার চ্যানেল কে যথেষ্ট পরিমাণ সময় দেন তার পর দেখেন আপনাকে আপনার চ্যানেল কি উপহার দেয়। হতাশ না হয়ে ধীর স্থীর হন এতে আপনারই কাজে লাগবে।

এবার চলুন দেখা যাক কি কি পাবেন আমার ভিডিও টিউটোরিয়ালে।

  • কি ভাবে একটা চ্যানেল খুলতে হয়
  • কি ভাবে চ্যানেল আর্ট সেট করতে হয়
  • কি ভাবে প্রফাইলে ছবি লাগেতে হয়
  • কি ভাবে নিক নেম সেট করতে হয়

পরবর্তি টিউটোরিয়ালে যা যা থাকবে তা নিম্ন রুপঃ

    • কি ভাবে চ্যানেল এর জন্য এডসেন্স এপ্লাই করতে হয়
    • কি ভাবে ব্লগের সাথে কানেক্ট করতে হয়
    • কি ভাবে চ্যানেলে সোশ্যাল মিডিয়ার লিংক এড করতে হয়

তাহলে চলুন দেখা যাক ভিডিওটি।

অনুরোধ থাকবে, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো সমস্যা হয় হয় তাহলে নিম্নক্ত লিংক থেকে আমাকে মেসেজ করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপানাকে সাহায্য করার।

আমাকে পাবেনঃ

আমি গুগোল প্লাসে
আমি টুইটারে টুইট করুন
ইউটিউব বিষয়ক ভিডিও ইউটিউবে পেতে সাবস্ক্রাইক করুন।

আমি মেহেদী। এখন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তি কোনো টিউটোরিয়ালে। ভালো থাকুন সুস্থ্য থাকুন। মেতে থাকুন প্রযুক্তির সুরে। ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। খোদা হাফিজ।

Level 8

আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস