কি ভাবে MS Word এ কোন লেখাকে ডানে, বামে বা মাঝে ও লিষ্ট করা যায়। (ভিডিও সহ)

সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই সৃষ্টিকর্তা রহমতে সবাই ভাল আছেন। আজকে আমি দেখাবো কি ভাবে মাইক্রসফট ওয়ার্ডে কোন লেখাকে ডানে, বামে ও মাঝে নেওয়া যায় এবং লিষ্ট তৈরী করা যায়। চলুন শুরু করা যাক

লেখাকে ডানে নেওয়া :

প্রথমে যেটুকু লেখাকে আমরা ডানে নিতে চাই তা সিলেক্ট বা ব্লক করবো। তারপর Home মেনু থেকে মাউসের মাধ্যমে Align Right এ ক্লিক করবো।

আর যদি কীবোর্ড এর মাধমে করতে চাই তাহলে [Ctrl + R] প্রেস করতে হবে।

লেখাকে বামে নেওয়া :

প্রথমে যেটুকু লেখাকে আমরা বামে নিতে চাই তা সিলেক্ট বা ব্লক করবো। তারপর Home মেনু থেকে মাউসের মাধ্যমে Align Left এ ক্লিক করবো।

আর যদি কীবোর্ড এর মাধমে করতে চাই তাহলে [Ctrl + L] প্রেস করতে হবে।

লেখাকে মাঝে নেওয়া :

প্রথমে যেটুকু লেখাকে আমরা মাঝে নিতে চাই তা সিলেক্ট বা ব্লক করবো। তারপর Home মেনু থেকে মাউসের মাধ্যমে Align Center এ ক্লিক করবো।

আর যদি কীবোর্ড এর মাধমে করতে চাই তাহলে [Ctrl + E] প্রেস করতে হবে যাদের বুঝতে সমস্যা হয় তারা আমার ভিডিওটি দেখতে পারেন

লিস্ট করা :

Bullets List :

প্রথমে আমারা যেখানে লিষ্ট করবো সেখানে কারচারটি রাখতে হবে, তারপর Home থেকে Bullets List এ ক্লিক করতে হবে। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা নিচের ছবিটি দেখুন

এখন দেখবেন যে গোল আকারের চিহ্ন এসেছে, যদি আমরা কিছু লিখে Enter প্রেস করি তাহলে নিচে আর একটি লিষ্ট দেখা যাবে, যদি Enter ডাবল প্রেস করি তা হলে চলে যাবে। আরও কিভাবে Edit করতে হয় তা আমার নিচের ভিডিওটি দেখুন।

Numbered List :

প্রথমে আমারা যেখানে লিষ্ট করবো সেখানে কারচারটি রাখতে হবে, তারপর Home থেকে Numbered List এ ক্লিক করতে হবে। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা নিচের ছবিটি দেখুন

এখন দেখবেন যে 1 এসেছে, যদি আমরা কিছু লিখে Enter প্রেস করি তাহলে নিচে 2দেখা যাবে, যদি Enter ডাবল প্রেস করি তা হলে চলে যাবে। আরও কিভাবে Edit করতে হয় তা আমার নিচের ভিডিওটি দেখুন। যাদের বুঝতে সমস্যা হয় তারা আমার ভিডিওটি দেখতে পারেন

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

Level 0

আমি শাহিনুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি আমার কাছে ভাল লাগে, তাই প্রযুক্তির সাথে থাকি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় Moshihur Rahman,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।