কি ভাবে MS Word এ লেখার ফন্ট কালার ও টেক্সকে ভিবিন্ন ইফেক্ট দেওয়া হয়। (ভিডিও সহ)

সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই সৃষ্টিকর্তা রহমতে সবাই ভাল আছেন। আজকে আমি দেখাবো কি ভাবে মাইক্রসফট ওয়ার্ডে লেখার ফন্টকে কালার ও টেক্সকে ভিবিন্ন এফেক্ট দেওয়া যায়। চলুন শুরু করা যাক

ফন্টকে কালার করা :

আমরা যে লেখাটুকু কালার করবো তা সিলেক্ট বা ব্লক করতে হবে, এখন Home মেনু থেকে Font Colorএ ক্লিক করতে হবে এখানে উলেখ্য যে লাল কালারটি ডিফল্ট হিসাবে থাকে তাই আমাদের Font Color এর সাথে একটি ড্রপ-ডাউন মেনু পাওয়া যাবে সেখানে ক্লিক করে কালার সিলেক্ট করতে হবে।

টেক্সকে ভিবিন্ন এফেক্ট দেওয়া :

প্রথমে যেটুকু টেক্স আমরা ইফেক্ট দিবো তা সিলেক্ট বা ব্লক করতে হবে এখন Home মেনু থেকে Text Effects এ ক্লিক করতে হবে এখানে উলেখ্য একটি ইফেক্ট ডিফল্ট হিসাবে থাকে তাই আমাদের Text Effects এর সাথে একটি ড্রপ-ডাউন মেনু পাওয়া যাবে সেখানে ক্লিক করে যে ইফেক্টটি ভাল লাগে বা দরকার তা সিলেক্ট করতে হবে।

যাদের বুঝতে সমস্যা হয় তারা আমার ভিডিওটি দেখতে পারেন

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

Level 0

আমি শাহিনুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি আমার কাছে ভাল লাগে, তাই প্রযুক্তির সাথে থাকি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস