সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসা করি সবাই সৃষ্টিকর্তা রহমতে ভাল আছেন। আজকে আমি দেখাবো কি ভাবে মাইক্রসফট ওয়ার্ডে লেখার ফন্ট ও ফন্ট সাইজ পরিবর্তন করা যায়। চলুন শুরু করা যাক
আমরা লেখার ফন্ট পরিবর্তন করতে গেলে আগে সমস্ত লেখাতে ব্লক করে নিতে হবে অথবা ফন্ট সেট করেও আমরা করতে পারি। এখন Home মেনু থেকে Font
এ ক্লিক করে আমাদের যে ফন্টটি দরকার বা ভাল লাগে সেটিকে সিলেক্ট করতে হবে। অথবা আমরা কীবোর্ড এর মাধ্যমেও করতে পারি তার জন্য আমাদের কীবোর্ড থেকে [Ctrl + Shift + F] প্রেস করে ফন্ট সিলেক্ট করে ওকে দিতে হবে।
আমরা লেখার ফন্ট সাইজ পরিবর্তন করতে গেলে আগে সমস্ত লেখাতে ব্লক করে নিতে হবে অথবা ফন্ট সাইজ সেট করেও আমরা করতে পারি। এখন Home মেনু থেকে Font Size
এ ক্লিক করে আমাদের যে Size টি দরকার তা সিলেক্ট করতে হবে। অথবা আমরা কীবোর্ড এর মাধ্যমেও করতে পারি তার জন্য আমাদের কীবোর্ড থেকে [Ctrl + Shift + P] প্রেস করে ফন্ট সাইজ সিলেক্ট করে ওকে দিতে হবে। যাদের বুঝতে সমস্যা হয় তারা আমার ভিডিওটি দেখতে পারেন
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
আমি শাহিনুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি আমার কাছে ভাল লাগে, তাই প্রযুক্তির সাথে থাকি