প্রিয় টেকটিউন ভিউয়ার্স আমরা যারা উইন্ডোজ এক্স মেনু সম্পর্কে জানি তারা ব্যাতীত নতুন ভাইদের বুঝানোর জন্য আসুন প্রথমেই জেনে নেই Win X মেনু কি বা Win X মেনু আমাদের কি সুবিধা দেয়।
প্রিয় টেকটিউন ভিউয়ার্স আমরা যারা আমাদের পিসিতে মাইক্রোসফট উইন্ডোজ ১০-এর সর্বশেস ভার্শন উইন্ডোজ ১০ ক্রিয়েটর আপডেট ইনস্টল করেছি, তারা হয়ত লক্ষ্য করে দেখেছি যে,
এই উপরোক্ত ভার্শনগুলোর স্টার্ট মেনুতে মাউস-এর রাইট বাটন ক্লিক করলে একটি আলাদা অপশন মেনু চালু হয়। আর সেই অপশন-টির নামই হচ্ছে Win X মেনু। আরো ভালো করে বুঝার সুবিধার্থে সবাই নিচের ছবিটা ফলো করতে পারেন।
ভিউয়ার্স উপরের ছবিতে ভালো করে লক্ষ্য করলে দেখবেন উইন্ডোজ ৭,উইন্ডোজ ৮,উইন্ডোজ ৮.১,এবং উইন্ডোজ ১০-এর উইন্ডোজ এক্স মেনুতে কন্ট্রোল প্যানেল অটোমেটিক এক্টিভ করা আছে যা কিনা উইন্ডোজের নতুন সংস্করণ উইন্ডোজ ১০ ক্রিয়েটর আপডেট ভার্শনে নেই। যার ফলে আমাদের সর্টকাট কাজের জন্য উইন্ডোজ এক্স মেনুতে কন্ট্রোল প্যানেল না থাকাটা কিছুটা সমস্যা করে থাকে।
১/ প্রথমেই উইন্ডোজ এক্স মেনু এডিট করার জন্য অনলাইন থেকে উইন্ডোজ এক্স মেনু এডিটর সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে।
২/ এই সফটওয়্যারটি জিপ করা পোর্টেবল ভার্শন, তাই ডাউনলোড শেষে আনজিপ/আনরার করুন। তারপর আপনাদের পিসির ভার্শন অনুযায়ী উইন্ডোজ ৬৪বিট অপারেটিং সিস্টেম এর জন্য ৬৪বিট ফোল্ডার এবং ৩২বিট অপারেটিং সিস্টেম হলে ৩২বিট ফোল্ডার ওপেন করে সফটওয়্যারটি পিসিতে রান করুন। ওপেন হবার পর নিচের ছবির মত সফটওয়্যারটির উইন্ডো ওপেন হবে।
৩/ এড এ প্রোগ্রাম বাটনে ক্লিক করে এড এ কন্ট্রোল প্যানেল আইটেম অপশনে ক্লিক করুন। নিচের ছবি ফলো করুন।
৪/ এড এ কন্ট্রোল প্যানেল আইটেম অপশনে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো চালু হবে,তারপর মাউস দিয়ে স্ক্রল করে নিচের দিকে গিয়ে কন্ট্রোল প্যানেল অপশনটি ক্লিক করে সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে।ভালো করে বুঝতে নিচের ছবি দেখুন।
৫/ সবশেষে উইন্ডোজ এক্স মেনু এডিটর সফটওয়্যারটিতে থাকা রিস্টার্ট এক্সপ্লোরার বাটনে ক্লিক করে উইন্ডোজ এক্স মেনু এডিটর সফটওয়্যারটি ক্লোজ করুন।ভালো করে বুঝতে নিচের ছবি দেখুন।
সবকিছু সফলভাবে ওকে করার পর স্টার্ট মেনুতে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করলে দেখবেন উইন্ডোজ এক্স মেনুতে কন্ট্রোল প্যানেল এনাবল হয়ে গিয়েছে।
ভিউয়ার্স উপরের পুরো প্রক্রিয়াটি আরো ভালো করে আপনাদের বুঝানোর জন্য আমি একটি ভিডিও ক্রিয়েট করেছি। আর ভিডিও-এর ডিস্ক্রিপশনে উইন্ডোজ এক্স মেনু এডিটর সফটওয়্যারটির ডাউনলোড লিংক দিয়েছি। আপনারা আমার ভিডিও ডিস্ক্রিপশন ফলো করে উইন্ডোজ এক্স মেনু এডিটর সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। টেকটিউনস এর নীতিমালা অনুযায়ী সরাসরি কোন ডাউনলোড লিংক দিতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
উইন্ডোজ এক্স মেনু এডিটর এর ভিডিও টিউটোরিয়াল দেখুন
টেকটিউনস-এ আমার পুর্ব প্রকাশিত টিউন দেখতে ক্লিক করুন
আমার এই টিউন কোনো এক্সপার্ট ভাইদের জন্য না। আমার এই টিউন-এ যদি কোনো ভুলভ্রান্তি থাকে বা আমার উপস্থাপনায় আমি কোনো ভুলকিছু লিখে থাকি তাহলে, সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই আমার ভুলগুলোকে ক্ষমাসুলভ দৃস্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই পরবর্তী টিউন দেখার আমন্ত্রন জানিয়ে আমি আপনাদের কাছ হইতে বিদায় নিচ্ছি আল্লাহ্-হাফেজ।
আমি আমিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
Gp Internet Modem tho connect korta parchina any solution???? Creator Pro N 64 bit.