কি ভাবে MS Word এ লেখাকে বোল্ড, ইটালি ও আন্ডার লাইন করতে হয়। (ভিডিও সহ)

সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসা করি সবাই সৃষ্টিকর্তা রহমতে ভাল আছেন। আজকে আমি দেখাবো কি ভাবে মাইক্রসফট ওয়ার্ডে লেখাকে বোল্ড, ইটালি স্টাইল ও লেখার নিচে আন্ডার লাইন দেওয়া যায়। চলুন শুরু করা যাক

লেখাকে বোল্ড করা :

প্রথমেই আমরা যে শব্দ বা লাইনকে বোল্ড করতে চাই তা ব্লক করতে হবে, অতপর Home মেনু থেকে B তে মাউস দ্বারা ক্লিক করতে হবে। আর কিবোর্ডে করতে চাইলে [Ctrl + B] প্রেস করতে হবে। আবার লেখাকে যদি নরমাল করতে চাই অর্থাৎ বোল্ড উঠিয়ে দিতে চাই, ব্লক করে [Ctrl + B] প্রেস করতে হবে।

লেখাকে ইটালি স্টাইল করা :

প্রথমেই আমরা যে শব্দ বা লাইনকে ইটালি স্টাইল করতে চাই তা ব্লক করতে হবে, অতপর Home মেনু থেকে I তে মাউস দ্বারা ক্লিক করতে হবে। আর কিবোর্ডে করতে চাইলে [Ctrl + I] প্রেস করতে হবে। আবার লেখাকে যদি নরমাল করতে চাই অর্থাৎ ইটালি স্টাইল উঠিয়ে দিতে চাই, ব্লক করে [Ctrl + I] প্রেস করতে হবে।

লেখাকে আন্ডার লাইন করা :

প্রথমেই আমরা যে শব্দ বা লাইনকে আন্ডার লাইন করতে চাই তা ব্লক করতে হবে, অতপর Home মেনু থেকে U তে মাউস দ্বারা ক্লিক করতে হবে। আর কিবোর্ডে করতে চাইলে [Ctrl + U] প্রেস করতে হবে। আবার লেখাকে যদি নরমাল করতে চাই অর্থাৎ আন্ডার লাইন উঠিয়ে দিতে চাই, ব্লক করে [Ctrl + U] প্রেস করতে হবে।

যাদের বুঝতে সমস্যা হয় তারা আমার ভিডিওটি দেখতে পারেন

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

Level 0

আমি শাহিনুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি আমার কাছে ভাল লাগে, তাই প্রযুক্তির সাথে থাকি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দুর টিউন। পর্ব একটু বড় করবেন প্লিজ।

    চেষ্টা করছি, আপনাকে ধন্যবাদ