সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসা করি সবাই সৃষ্টিকর্তা রহমতে ভাল আছেন। আজকে আমি দেখাবো কি ভাবে মাইক্রসফট ওয়ার্ডে লেখাকে বোল্ড, ইটালি স্টাইল ও লেখার নিচে আন্ডার লাইন দেওয়া যায়। চলুন শুরু করা যাক
প্রথমেই আমরা যে শব্দ বা লাইনকে বোল্ড করতে চাই তা ব্লক করতে হবে, অতপর Home মেনু থেকে B তে মাউস দ্বারা ক্লিক করতে হবে। আর কিবোর্ডে করতে চাইলে [Ctrl + B] প্রেস করতে হবে। আবার লেখাকে যদি নরমাল করতে চাই অর্থাৎ বোল্ড উঠিয়ে দিতে চাই, ব্লক করে [Ctrl + B] প্রেস করতে হবে।
প্রথমেই আমরা যে শব্দ বা লাইনকে ইটালি স্টাইল করতে চাই তা ব্লক করতে হবে, অতপর Home মেনু থেকে I তে মাউস দ্বারা ক্লিক করতে হবে। আর কিবোর্ডে করতে চাইলে [Ctrl + I] প্রেস করতে হবে। আবার লেখাকে যদি নরমাল করতে চাই অর্থাৎ ইটালি স্টাইল উঠিয়ে দিতে চাই, ব্লক করে [Ctrl + I] প্রেস করতে হবে।
প্রথমেই আমরা যে শব্দ বা লাইনকে আন্ডার লাইন করতে চাই তা ব্লক করতে হবে, অতপর Home মেনু থেকে U তে মাউস দ্বারা ক্লিক করতে হবে। আর কিবোর্ডে করতে চাইলে [Ctrl + U] প্রেস করতে হবে। আবার লেখাকে যদি নরমাল করতে চাই অর্থাৎ আন্ডার লাইন উঠিয়ে দিতে চাই, ব্লক করে [Ctrl + U] প্রেস করতে হবে।
যাদের বুঝতে সমস্যা হয় তারা আমার ভিডিওটি দেখতে পারেন
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
আমি শাহিনুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি আমার কাছে ভাল লাগে, তাই প্রযুক্তির সাথে থাকি
খুব সুন্দুর টিউন। পর্ব একটু বড় করবেন প্লিজ।