কি ভাবে MS Word এ কপি, পেষ্ট ও কাট করতে হয়। (ভিডিও সহ)

সবাই কেমন আছেন, আশা করি ভাল। আমি টেকটিউনস থেকে অনেক কিছু শিখেছি, তাই টেকটিউনসকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বিগত কয়েক বছর ধরে টেকটিউনস এর সাথে আছি কিন্তু কখনও টিউন করিনি বা টিউন করার সাহস হয়নি। আজকে আমার প্রথম টিউন, তাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

কপি করা :

প্রথমে কোন ওয়ার্ড লিখে তা ব্লক করতে হবে তারপর Home মেনুতে গিয়ে Copy তে মাউস দ্বারা ক্লিক করতে হবে। অথবা কিবোর্ড সটকাট কি হচ্ছে – [Ctrl + C]।

পেষ্ট করা :

আমরা যা কপি করেছি তা কোন জায়গায় নিয়ে আসাকে পেষ্ট বলে। আমরা কপি করার পর যে জায়গায় তা আনতে চাই সেখানে কালচার রেখে Home মেনু থেকে Paste এ মাউস দ্বারা ক্লিক করতে হবে নতুবা কিবোর্ড সটকাট হচ্ছে – [Ctrl + V]।

 

কার্ট করা :

কোন কিছুকে কেটে অন্য জায়গায় স্থান্তর করাকে বুঝায়। প্রথমে আমরা যা কাট করতে চাই তা ব্লক করবো তারপর Home মেনু থেকে Cut এ মাউস দ্বারা ক্লিক করবো নতুবা কিবোর্ড সটকাট হচ্ছে – [Ctrl + X]।

 

যাদের সমস্যা হয় তারা আমার ভিডিওটি দেখতে পারেন

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

Level 0

আমি শাহিনুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি আমার কাছে ভাল লাগে, তাই প্রযুক্তির সাথে থাকি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস