২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ০৪ মে বৃহস্পতিবা প্রকাশ করা হবে। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।
আজ আমি আপনাদের দেখাবো “খুব সহজে কিভাবে এসএসসি পরীক্ষার ফলাফল” পাওয়া যাবে। চলুন দেখে আসি কিভাবে খুব সহজেই ফলাফল জানবেন!
SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ
SSC First 3 Letters of Your Board Roll Number Passing Year and send SMS 16222.
উদাহরণঃ
SSC RAJ 123456 2017 and send SMS 16222
SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ
Dakhil First 3 Letters of Your Board Roll Number Passing Year and send SMS 16222.
উদাহরণঃ
Dakhil MAD 123456 2017 and send SMS 16222
এসএসসি ভোকেশনালের জন্যঃ
SSC First 3 Letters of Your Board Roll Number Passing Year and send SMS 16222.
উদাহরণঃ
SSC Tec 123456 2017 and send SMS 16222
আপনি সরাসরি এই লিঙ্ক এ গিয়ে দেখতে পারবেন।
যদি উপরের লিঙ্ক কাজ না করে তাহলে এই লিঙ্ক এ গিয়ে দেখতে পারবেন।
আমরা অনেক দিন থেকেই এই সমস্যাটির সাথে পরিচিত যে,যেদিন রেজাল্ট ঘোষণা করা হয় ঠিক সেদিন অনেকেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অনেকেই ঢুকতে পারেন না। আসলে প্রতি ওয়েবসাইটের হোস্টিং এই ভিজিটরের একটা লিমিট বা সার্ভারের কিছু ক্ষমতা থাকে।কিন্তু যেদিন রেজালট দেয় সেদিন তার থেকেও বেশি মানুষ ভিজিট করে।ফলে সার্ভার সবাইকে ঠিকমত সার্ভিস দিতে পারে না। যারা আগে থেকে ঢুকে থাকে তারা রেজাল্ট দেখতে পেলেও আমরা আর যেহেতু পরে চেষ্টা করি তাই দেখতে পারি না বা অনেক সময় নষ্ট করে দেখতে হয়। তাই এই সমস্যার সমধান একটি Android অ্যাপ।
Android ইউজাররা একটি অ্যাপ এর মাধ্যমে সবার আগে এবং দ্রুত ফলাফল পাবেন।
অ্যাপটির নাম "Education Board Results"
১. সার্ভার ডাউন সমস্যা নেই।
২. নেটে প্রথম ফলাফল দেখা যাবে।
৩. যে কোন পরীক্ষার ফলাফল প্রকাশের সময় দেখা যাবে।
৪. শিক্ষার্থী/প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল দেখা যাবে।
৫. জেলা ভিত্তিক ফলাফল দেখা যাবে।
৬. কেন্দ্র ভিত্তিক ফলাফল দেখা যাবে।
৭. জেসিসি, এসএসসি, এইচএসসি ফলাফল ফলাফল রিপোর্ট দেখা যাবে।
প্লে-ষ্টোরে এই নামে অনেক অ্যাপ আছে যেগুলোর একটাও কাজ করে না। এমনকি টেলিটক থেকে রিলিজ করা Education Board Results এর অফিশিয়াল Android অ্যাপ কাজ করে না। তাই এই অ্যাপ এর মাধ্যমে সবার আগে দ্রুত ফলাফল পাওয়া যাবে। প্লে-ষ্টোরে নকল অ্যাপ এড়াতে com.eboardresults লিখে সার্চ দিন তাহলে এই অ্যাপ পাওয়া যাবে।
এই অ্যাপ এর প্লে-ষ্টোর লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.eboardresults
নিচের স্ক্রিনশট গুলো দেখলেই বুঝতে পরবেন।
অ্যাপ ওপেন করে অথবা Featured System এ যেতে হবে। Please provide your Exam and corresponding Info প্যানেল থেকে Examination এ SSC/DAKHIL/EQUIVALENT সিলেক্ট করতে হবে। এরপর Year ২০১৭ এবং আপনার Board সিলেক্ট করতে হবে। যদি শুধু আপনার ফলফল দেখতে চান তাহলে Result Type এ গিয়ে Individual Result সিলেক্ট করে প্রথমে আপনার রোল দিয়ে Security Key পূরণ করে Get Result বাটনে ক্লিক করলেই আপনার ফলাফল দেখতে পারবেন। Registration নাম্বর দিলে মার্ক সহ দেখতে পারবেন। আর যদি আপনার স্কুলের ফলাফল দেখতে চান তাহলে Result Type এ গিয়ে Institution Result সিলেক্ট করে প্রথমে আপনার স্কুলের EIIN কোড দিয়ে Security Key পূরণ করে Get Result বাটনে ক্লিক করলেই আপনার স্কুলের ফলাফল দেখতে পারবেন।
স্কুলের EIIN কোড সবচেয়ে সহজ উপায়ে পাওয়ার উপায়, স্কুলের নামের শেষে EIIN Code লিখে গুগলে সার্চ দিলে গুগল EIIN কোড বলে দিবে।
ভাল থাকবেন।
"নিজে জানুন, অন্যকে জানান"
আমি মুহম্মদ নাফিজ রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"নিজে জানুন, অন্যকে জানান"