যাচাই করে নিন আপনার শাওমি (Xiaomi) ফোন আসল নাকি নকল!

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমার আজকের টিউটোরিয়ালে। এটি আমার ৫ম টিউটোরিয়াল। আজকে আমরা শিখবো কিভাবে খুব সহজেই ২ মিনিটেই আপনি আপনার শাওমি (Xiaomi) ফোন আসল নাকি নকল তা যাচাই করবেন। শাওমি (Xiaomi) ফোন বর্তমানে সারা বিশ্বে অনেক জনপ্রিয়তা পেয়েছে তাদের স্বল্প মূল্যে আকর্ষণীয় কনফিগারেশন/ফিচারের ফোন, ইন্টেলিজেন্ট ইউজার ইন্টারফেস এর MIUI ROM, স্মার্ট ডিজাইন ইত্যাদি বিভিন্ন কারনে।

কি কি প্রয়োজন?

  • অবশ্যই একটি শাওমি (Xiaomi) ফোন।
  • ওয়েব ব্রাউজ করার জন্য একটি ফোন/কম্পিউটার।
  • ইন্টারনেট কানেকশন।
  • একটু সময়।

যাচাইয়ের পদ্ধতিঃ

  • প্রথমেই আপনার ফোনে Xiaomi Anti Fake App টি ডাউনলোড করে নিন। (ডাউনলোড লিংকটি ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আছে)
  • ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে ওপেন করুন।
  • তারপর App টির স্ক্রিনে দেখানো লিংকটি অন্য ফোন বা কম্পিউটার থেকে ভিজিট করুন।
  • এইবার ঐ ফোন বা কম্পিউটারের স্ক্রিনে একটি QR কোড দেখাবে, আপনার ফোন থেকে "Scan & Verify" এ ক্লিক করে ঐ QR কোডটি স্ক্যান করুন।
  • এইবার কিছুক্ষন অপেক্ষা করুন, ঐ ফোন বা কম্পিউটারের স্ক্রিনে যদি আপনার ফোনের ইনফরমেশন গুলো দেখায় তাহলে বুঝবেন আপনার ফোনটি আসল। আর নাহলে আপনার কপাল খারাপ, আপনি ধোঁকা খেয়েছেন!!

পুরো প্রসেসটি দেখতে নিচের ছোট্ট ভিডিওটি দেখবেন।

আমার টিউটোরিয়াল টি আপনাদের ভালো লাগলে লেখাটি সার্থক হবে। আরো ভালো ভালো টিউটোরিয়াল পেতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল Tech Pedia থেকে। অবশ্যই আমার চ্যনেল Subscribe করে রাখুন। এবং টিউটোরিয়াল টি ভালো লাগলে লাইক ও সেয়ার করতে ভুলবেন না। আর কিছু জানার বা বলার থাকলে অবশ্যই Comment করে জানাবেন। সবাই ভালো থাকবেন ও আমার জন্য দোয়া করবেন। আশা করি সামনে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব

আমার ১ম টিউনটি দেখতে চাইলে ক্লিক করুন নিচের লিংকেঃ

জিপি সিম+অ্যানড্রয়েড দিয়ে Psiphon এর সাহায্যে ২৪ ঘন্টা খুব সহজেই হাই স্পিড ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন

আমার ২য় টিউনটি দেখতে চাইলে ক্লিক করুন নিচের লিংকেঃ

খুব সহজেই অ্যান্ড্রয়েড ফোনে কাস্টম ইউজার ইন্টারফেস সাউন্ড (টাচ, লক/আনলক স্ক্রিন সাউন্ড, সিস্টেম রিংটোন, ইত্যাদি) ব্যবহার করুন!

আমার ৩য় টিউনটি দেখতে চাইলে ক্লিক করুন নিচের লিংকেঃ

শাওমি (Xiaomi)/যেকোনো অ্যান্ড্রয়েড ফোনের হিডেন অপশন Developer Options কি, কেনো দরকার ও কিভাবে বের করবেন?

আমার ৪র্থ টিউনটি দেখতে চাইলে ক্লিক করুন নিচের লিংকেঃ

উইন্ডোজ পিসির ২০% রিজার্ভড ইন্টারনেট স্পিড কাজে লাগান আর ব্যবহার করুন ১০০% ইন্টারনেট স্পিড!!

সৌজন্য:

Tech Pedia

Level 0

আমি শুভ ইবনে আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।

    আপনাকেও ধন্যবাদ। আমি লিংকটিতে আমার ইনফরমেশন গুলো দিয়েছি।