বর্তমানে সবার ই টরেন্টের প্রতি একটা ঝোক তৈরি হয়েছে। যে একবার টরেন্টের স্বাদ পেয়েছেন সে সব জায়গাতেই টরেন্ট লিংক ই খুজবেন।সে যাইহোক, টরেন্ট টা আসলে কী? টরেন্ট একটি বিশাল প্লার্টফর্ম! ডাউনলোড হাব বলতে পারেন এটাকে। যেকোন দেশের যেকোন মুভি বা ড্রামা বা গেইম বা সফটওয়্যার সহ যেকোন ফাইল ডাউনলোড করার বিশ্বস্ত পদ্ধতি হচ্ছে টরেন্ট। এমন কোন কিছু নেই যা টরেন্ট থেকে ডাউনলোড করা যায়না। টরেন্ট কী বা কিভাবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত লিখতে গেলে পুরো একটি আর্টিকেল হয়ে যাবে আর এমন আরটিকেল গুগলে সার্চ দিলে অনেকে পাবেন।আমি আসলে সহজ কথায় মেইন কাজটিই তুলে ধরছি।
টরেন্ট একটি ফাইল শেয়ারিং প্রটোকলের মত কাজ করে।ব্যাপার টা এমন যে একজনের পিসি থেকে আরেকজনের পিসিতে ফাইল দেয়া নেয়া করা! আরেকটু খোলাসা করছি,আপনি যখন একটি মুভি বা গেইম টরেন্ট থেকে ডাউনলোড দেবেন, তখন তা অন্য কারো পিসি থেকে ডাউনলোড হবে এবং অন্য কেউ যখন সেই ফাইল ডাউনলোড দেবে তখন তা আপনার পিসি থেকে ডাউনলোড হবে! যদি আরো বিস্তারিত ভাবে জানতে চান তাহলে উইকিপিডিয়ার এই আর্টিকেল টি পড়ে নিতে পারেন এখান থেকে
টরেন্টের সুবিধা নানাবিধ, আগেই বলেছি,একবার যে টরেন্টের মজা পেয়ে যাবেন...চলুন এর কিছু সুবিধা দেখে নেই।
এরকম খুটিনাটী সুবিধার কথা বলে শেষ করা যাবেনা এক টিউনে।আশা করি আপনারা টরেন্টের সুবিধা গুলো অনুহাবন করতে পারবেন।
এজন্য আমাদেরকে টরেন্ট ক্লায়েন্ট ব্যবহার করতে হবে। টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য অনেক ক্লায়েন্ট অ্যাপ রয়েছে।যেমন, uTorrent, tTorrent, Bit Torrent, Vuezu, Texati সহ আরো অনেক।তবে অধিকাংশ ইউজার ই ব্যবহার করেন ইউটরেন্ট বা বিট টরেন্ট।নিচে ডাউনলোড লিংক দেয়া হলো,
uTorrent Download Link (PC) : Click Here To Download
Utorrent Download Link (Android) : Click Here To Download
ডাউনলোড করতে ইউসি ব্রাউজার বা ক্রোম ব্রাউজার দিয়ে লিংকে গিয়ে একদম নিচের দিকে Download লেখার নীচের টিক তুলে দিয়ে সেই Download লেখাতেই ক্লিক করবেন।অন্য পেজ আসলে আগের পেজে গিয়ে সেই Download লেখাতেই ক্লিক করবেন।এবার পরের পেইজে Click Here To Download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।
অ্যাপ ডাউনলোড শেষে আপনার পিসিতে বা এন্ড্রয়েডে ইন্সটল করুন। এবার হচ্ছে মেইন কাজ,কিভাবে টরেন্ট ফাইল ডাউনলোড করবেন। এজন্য নিচের ভিডিও টিউটোরিয়াল টি দেখুন।খুব সহজভাবে দেখিয়ে দেয়া হয়েছে ভিডিও টিতে,
টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য টরেন্টের হাজারো ওয়য়েবসাইট রয়েছে।কিন্তু এদের মধ্যে থেকে সেরা দশ টি সাইট আপনাদের সামনে উপস্থাপন করা হলো।
আশা করি টিউন টি আপনাদের সবসময়ের জন্যেই কাজে দিবে।টিউন টি ভালোলাগলে শেয়ার করতে ভুলবেন না। লাইক,টিউমেন্ট,শেয়ার করে সবসময় আমাদের সাথেই থাকবেন।কোন জিজ্ঞাসা থাকলে টিউমেন্টে জানাতে পারেন।
ধন্যবাদ সবাইকে।আল্লাহ হাফেজ।
ফেসবুকে আমি ঃ Ashikur Rahman Khan
আমাদের ফেসবুক গ্রুপঃ Click Here
টিউন টি প্রথম প্রকাশ পেয়েছিলো এই সাইটে
আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।
sundor post