بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
প্রিয় টেকটিউন ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি পিসি টু অ্যান্ড্রয়েড মোবাইল-এর ক্রীন মিরর করার চমৎকার একটি টিপস ও ভিডিও টিউটোরিয়াল নিয়ে।
প্রিয় টেকটিউন ভিউয়ার্স আসুন প্রথমেই আমরা জেনে নেই মোবাইল-এর স্ক্রীন মিরর কি? আর এই স্ক্রীন মিরর ইউজ করে কি করা যায়?
ভিউয়ার্স সংক্ষিপ্তভাবে বলতে গেলে স্ক্রীন মিরর হচ্ছেঃ একটি ডিভাইস-এর মনিটরের দৃশ্যমান বিষয়বস্তু অন্য একটি ডিভাইসের মনিটরে দেখা যাওয়া। যেমনঃ মোবাইল থেকে পিসিতে স্ক্রীন মিরর করলে মোবাইল স্ক্রীন-এর দৃশ্যমান বিষয়বস্তু পিসিতে দেখা যাওয়া, পিসি থেকে টিভিতে স্ক্রীন মিরর করলে টিভির পর্দায় পিসির মনিটরের দৃশ্যমান বিষয়বস্তু টিভির পর্দায় শো করা।
ভিউয়ার্স আমাদের মাঝে এমন অনেক ভাই আছেন যারা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ভিডিও টিউটোরিয়াল বানাতে চাই, কিন্তু ফোন রুট করার ঝামেলা থাকার কারনে মনে ইচ্ছা থাকলেও সেই ইচ্ছাটা মনেই থেকে যায় কিন্তু ভিডিও টিউটোরিয়াল বানানো হয়ে উঠে না। কিন্তু স্ক্রীন মিরর-এর মাধ্যমে আমরা শুধু ভিডিও টিউটোরিয়াল বানানোই না এছাড়াও,আমরা অ্যান্ড্রয়েড মোবাইল-এর ভিডিও দেখা,গান প্লে করা, ক্যামেরা দিয়ে ছবি তোলা,ভিডিও করা,গেম খেলা ইত্যাদি যাবতীয় কাজগুলো অনায়াসেই করতে পারি মোবাইল টু পিসির স্ক্রীন মিরর-এর মাধ্যমে।
ভিউয়ার্স অ্যান্ড্রয়েড মোবাইল টু পিসির স্ক্রীন মিরর করার জন্য আমাদের অবশ্যই পিসিতে নির্দিষ্ট কিছু সফটওয়্যার ব্যবহার করতে হবে। আবার অনেকেই আছেন যারা অ্যান্ড্রয়েড মোবাইল টু পিসির স্ক্রীন মিরর করার জন্য গুগল ক্রোম-এর এক্সটেনশন ইউজ করে থাকেন। কিন্তু সেখানে একটি সমস্যা দেখা যায় আর তা হচ্ছেঃগুগল ক্রোম-এর এক্সটেনশনটি ফুল ভার্শন করার জন্য আমাদের BUY/কিনতে হয় টাকা ইউজ করে।সেইসাথে পিসিতে ইন্টারনেট সংযোগ থাকার ঝামেলাতো আছেই।
ভিউয়ার্স এখন আমি বলতে চাইঃ উপরোক্ত ঝামেলাগুলি এড়িয়ে কেমন হয় যদি,আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি কোনো প্রকার রুট করা ছাড়া এবং পিসিতে ইন্টারনেট সংযোগ ছাড়াই আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল-এর ক্রীন রেকর্ড করা সহ ভিডিও দেখা, গেম খেলা, ভিডিও টিউটোরিয়াল বানানো, ছবি তোলা, ভিডিও করা ইত্যাদি কাজগুলি আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল-এর সাহায্যে পিসিতে করতে পারি?
ভিউয়ার্স উপরের সমস্ত কাজগুলোই আমরা খুব সহজে Wondreshare MirrorGo নামক সফটওয়্যারটির মাধ্যমে অ্যান্ড্রয়েড মোবাইল টু পিসির স্ক্রীন মিরর করতে পারি। আর সেজন্য সফটওয়্যারটি ডাউনলোড ব্যাতীত অন্য কোনো কারনে পিসিতে ইন্টারনেট থাকার কোনো প্রয়োজন নেই।
বিশেষ কাজের ক্ষেত্রে যেমন ওয়াইফাই-এর মাধ্যমে স্ক্রীন মিরর করতে চাইলে রাউটার ব্যবহার করতে হবে। সেজন্য নেট সংযোগ থাকার আবশ্যকতা নেই। জাস্ট উভয় ডিভাইস একই নেটওয়ার্কের আওতায় থাকলেই হবে।
ভিউয়ার্স কিভাবে আপনারা Wondreshare MirrorGo সফটওয়্যারটির মাধ্যমে পিসি টু অ্যান্ড্রয়েড মোবাইল-এর স্ক্রীন মিরর করবেন তা দেখাতে বা আরও ভালো করে বুঝানোর জন্য আমি সম্পূর্ণ বাংলা ভাষায় একটি ভিডিও টিউটোরিয়াল ক্রিয়েট করেছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিও টিউটোরিয়ালটি দেখলে খুব সহজেই আপনারা পিসি টু অ্যান্ড্রয়েড মোবাইল-এর স্ক্রীন মিরর করতে পারবেন। টেকটিউনস নীতিমালার বিধিনিষেধ অনুযায়ী সরাসরি আমার টিউন-এ Wondreshare MirrorGo সফটওয়্যারটির ডাউনলোড লিংক দিতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশনে Wondreshare MirrorGo সফটওয়্যারটির ডাউনলোড লিংক আমি দিয়ে দিয়েছি। চাইলে আপনারা সেখান থেকে Wondreshare MirrorGo সফটওয়্যারটির ফুল ভার্শন সিরিয়াল কোড সহ ডাউনলোড করে নিতে পারেন।
অ্যান্ড্রয়েড টু পিসি স্ক্রীন মিরর -এর ভিডিও টিউটোরিয়াল দেখুন
আমার পূর্ববর্তী টিউন দেখতে ক্লিক করুন।
আমার এই টিউন কোনো এক্সপার্ট ভাইদের জন্য না। আমার টিউন-এ আমার উল্লেখিত আলোচনায় বা উপস্থাপনায় আমি যদি কোনো ভুল কিছু লিখে থাকি তাহলে, সবার কাছে আমার অনুরোধ থাকবে, সবাই আমার ভুলগুলি ক্ষমাসুলভ দৃস্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই পরবর্তী টিউন দেখার আমন্ত্রন জানিয়ে আমি আপনাদের কাছ হইতে বিদায় নিচ্ছি-- আল্লাহ্ হাফেজ।
আমি আমিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
GOOD