উবুন্তু বা লিনান্স সেটআপ করবেন সহজে? (ভিডিও)

আসসালামু-আলাইকুম,

কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহুর রহমতে ভালই আছেন। আমিও ভালই আছি। দোয়া করি সবাই যেন নামাজ নিয়মত পড়তে পারেন। বিভিন্ন প্রয়োজনে  আমাদের লিনাক্স সেটআপ হয়। অনেকে বলে কঠিন  আমি বলব শুধু চেষ্টা করে দেখি। আজকে উবুন্টু লিনাক্স সেটআপ দেয়ার টিউন দিচ্ছি। এর পরের টিউনে ভার্চুয়াল বক্স এর দিব।

আমি জানি অনেকেই জানেন কিভাবে উবুন্টু লিনাক্স সেটআপ করতে হয়। কিন্তু এই টিউনটি তাদের জন্য যারা কম্পিউটার নতুন কিনেছেন অথবা এখনও জানেন না। আবার অনেকেই কম্পিউটার সার্ভিস প্রোভাইডারদের কাছে যান, অনেকে টাকা দিয়ে করে নেন, অথবা বন্ধুর পিছনে ঘুরেন। টিউমেন্টে যেকোন ব্যাপারে পরামশ পাওয়া যাবে। আশা করি আপনাদের উপকার হবে।সাবন্সকাইভ করে রাখতে পারেন। যেকোন দিন প্রয়ৈাজন আসতে পারে।

আর লাগবে না এসব করতে কারণ খুব সহজে এই বাংলা ভিডিওটির মাধ্যমে আপনি শিখে নিতে পারেন কিভাবে সেটআপ করবেন। পুরো ভিডিওটি দেখবেন। কোন সমস্যা হলে আমাকে টিউবে এর মাধ্যমে জানাবেন। চেষ্টা করবো সমাধান করতে

অামি আপনাদের কাছে প্রগ্রামিং বিষয় নিয়ে হাজির হব তখন আরও কথা হবে সমাধান হবে।

Level 0

আমি bkash। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জাজাকাল্লাহ খাইরান ভাই,কিভাবে লিনাক্স সম্পরকে ভাল জানতে পারবো সে সম্পরকে একটু ভাল পরামর্শ দিলে উপকৃত হতাম।

    Level 0

    আল্লাহ আপনাকে জানার তেীফিক দান করুন। আসলে লিনাক্স জটিল কিছু না । বরং সহজ কিন্তু সমস্যা হচ্ছে আমরা ব্যবহার করিনা বা অবস্থ না । সুনিদিষ্ট কাজ নিয়ে চেষ্টা করলে আল্লাহর রহমতে ভাল করবেন । লিনাক্স web site and Youtube can be best helpful.

    জাজাকাল্লাহ খাইরান