কিভাবে কম্পিউটার থেকে সরাসরি ইউটিউবে লাইভ করবেন (ভিডিও)

বন্ধুরা কেমন আছেন সবাই?  আমরা যারা ইউটিউব ব্যবহার করি সবাই জানি  লাইভ ভিডিও ক্রমেই জনপ্রিয় হয়ে উটছে। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর মধ্যে ইউটিউব অন্যতম। আজ আপনাদের দেখাব কিভাবে কম্পিউটার থেকে ইউটিউবে লাইভ করতে হয়। আপনি আপনার কম্পিউটার থেকে যেকোন ভিডিও ইউটিউবে লাইভ করতে পারবেন।এর জন্য আপনাকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। এবং কি লাইভ করবেন সেটা প্রস্তুত করতে হবে।

এটি বাংলা ভিডিও টিউটোরিয়াল। এই ভিডিওতে দেখানো হয়েছে Wirecast ব্যবহার করে কিভাবে কম্পিউটার থেকে ইউটিউবে লাইভে করতে হয়।

এ ধরনের টিউটোরিয়াল লিখে কিংবা স্ক্রীন শট দিয়ে বুঝানো সম্ভব না কাজেই ভিডিও টিউটরিয়াল বানালাম। সব পর্বেই আমি এই একই কথা লিখি!কারণ আমি ভিডিও টিউটোরিয়াল বানাতেই বেশি পছন্দ করী।

ভিডিও দেখার পর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে ভিডিও টার নিচে টিউমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলে) Subscribe করবেন। Subscribe করলে পরবর্তি টিউটোরিয়াল গুলি আপনার গুগুল একাউন্টে পৌছে যাবে।

পুর্বের টিউন এখানে..

কম্পিউটার থেকে সরাসরি ফেসবুকে লাইভ

সৌজন্যে:

Bangla Tutorial ইউটিউব চ্যানেল

Level 2

আমি ওয়েবস্ বিডি ডটনেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চালিয়ে যান, সাথেই আছি !!!

Level 2

চমত্কার টিউন, অনেক ধন্যবাদ | Wirecast Pro software টি শেয়ার করলে ভালো হতো !

https://youtu.be/E2Rl8u6wMrE
এই ভিডিও টির নিচে লিংক আছে দেখেন..