এবার আপনার স্মার্টফোন স্ক্রীন-এর ছবি পিসির মনিটরে দেখুন তাও আবার জনপ্রিয় Shareit ব্যবহার করে !!

—————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ———————

প্রিয় টেকটিউন ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি জনপ্রিয় Shareit-এর মজার একটি ফিচার পিসি টু স্মার্টফোন স্ক্রীন মিরর সম্পর্কিত প্লে-টু বিষয়ে একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে।

প্রিয় টেকটিউন ভিউয়ার্স আমরা অনেকই আছি যারা শেয়ারইট-এর ব্যবহার সম্পর্কে অবগত। শেয়ার-ইট এর মাধ্যমে আমরা আমাদের স্মার্ট হ্যান্ডসেট থেকে যেকোনো ডাটা ট্রান্সফার করতে পারি অনেক সহজ এবং কম সময়ে। তাছাড়াও পিসি বা ল্যাপটপে শেয়ারইট ব্যবহার করেও আমরা অনেক উপকৃত হই বিভিন্ন ডাটা ট্রান্সফার করতে পারার জন্য।

এসমস্ত বিষয় ছাড়াও শেয়ারইট-এর একটি বিশেষ ফিচার আছে যা হল প্লে-টু। শেয়ারইট-এর প্লে-টু অপশন দ্বারা আমরা স্ক্রীন মিরর-এর মাধ্যমে আমরা আমাদের স্মার্টফোন-এর ছবি গুলি আমাদের পিসির মনিটরে দেখতে পারি যা কিনা নতুন এক অভিজ্ঞতার স্বাদ দিবে।

এখন কথা হচ্ছে কিভাবে আমরা শেয়ারইট-এর প্লে-টু অপশন ব্যবহার করব?

সেজন্য প্রথমেই আমাদের যা করতে হবে তা হচ্ছেঃ

  • ১. পিসিতে শেয়ারইট সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে নেয়া।
  • ২. একই নেটওয়ার্ক-এর আওতায় থাকা স্মার্টফোন ও পিসির শেয়ারইট ওপেন করে কানেক্ট করে নেয়া।
  • ৩. উভয় ডিভাইস-এর শেয়ারইট ওপেন ও কানেক্ট হবার পর স্মার্টফোনের বাম পাশের নিচের কর্নারের প্লে-টু অপশনে ক্লিক করা।

এবার উপরের তিনটি অপশন ব্যবহার করার পর আপনি নিজেই দেখবেন শেয়ারইট-এর মাধ্যমে আপনার মোবাইল-এ থাকা ছবিগুলি আপনার পিসির মনিটরে শো করছে। আর তারপরেও কারো বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন।

ভিডিও টিউটোরিয়ালটিতে আমি দুইটা বিষয় উপস্থাপনা করার চেষ্টা করেছি আর তা হচ্ছেঃ

  • ১. শেয়ারইট ওপেন করার পর আপডেট নোটিশ শো করলে কিভাবে আমরা পিসিতে অরিজিনাল শেয়ারইট-এর আপডেট ভার্শন ডাউনলোড করে তা পিসিতে ইন্সটল করব।
  • ২. কিভাবে শেয়ারইট-এর প্লে-টু অপশন ইউজ করে স্মার্টফোন-এ থাকা ছবিগুলি পিসির মনিটরে দেখব।

শেয়ারইট-এর প্লে-টু ব্যবহারের ভিডিও টিউটোরিয়াল দেখুন

আমার পূর্বপ্রকাশিত টিউন দেখতে ক্লিক করুন

সবশেষে বলব আমার এই টিউন কোনো এক্সপার্ট ভাইদের জন্য না। আমার টিউন-এ আমি যদি কোনো ভুল কিছু উপস্থাপনা করে থাকি বা আমার লিখায় কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তবে, সকলের কাছে অনুরোধ থাকবে আমার ভুলগুলিকে সবাই ক্ষমাসুলভ দৃস্টিতে দেখবেন। আগামী টিউন দেখার আমন্ত্রন জানিয়ে আমি আপনাদের কাছ হইতে বিদায় নিচ্ছি আল্লাহ্‌-হাফেজ।

Level 2

আমি আমিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগলো!!!
কিন্তু পুরোসময় জূড়ে মিউজিক বিরক্ত লাগলো !!!