—————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ———————
প্রিয় টেকটিউন ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি উইন্ডোজ ১০-এর অত্যন্ত সুন্দর একটি হিডেন ফিচার-এর বিষয়ে একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে।
প্রিয় টেকটিউনস ভিউয়ার্সঃ মাইক্রোসফট উইন্ডোজ ১০-এর বিভিন্ন ফিচার সম্পর্কে আমাদের সবারই কমবেশি ধারণা আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এমন অনেক ভাই আছেন যারা উইন্ডোজ ১০-এর সমস্ত ফিচার সম্পর্কে জানেন না।
তো কথা হচ্ছে উইন্ডোজ-এর যেইসব ফিচার সম্পর্কে আমরা জানি না তার বেশিরভাগ কারন হয়, আমরা পূর্বের যেই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতাম তার সাথে নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উইন্ডো-এর সামজস্যপুর্নতা না হওয়ার কারনে।আবার অনেক ফিচার আছে যা নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম-এ হিডেন অবস্থায় থাকে,যার ফলে অনেক সময় আমরা নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম-এর সব ফিচার সম্পর্কে জানতে পারি না।
উইন্ডোজ ১০-এ ঠিক তেমন একটি ফিচার হচ্ছে মাউস-এর সাহায্যে স্লাইড ডাউন করে পিসি শাট ডাউন করা। পূর্বের ভার্শনগুলিতেও যেমন উইন্ডোজ ৮,৮.১-এ এই ফিচার আছে। তো আমি আজকে আপনাদের দেখাব/বুঝাতে চেস্টা করব কিভাবে আপনারা উইন্ডোজ ১০-এ মাউস-এর সাহায্যে স্লাইড ডাউন করে পিসি শাট ডাউন করবেন। এইজন্য আমি একটি ভিডিও টিওটোরিয়াল তৈরি করেছি আপনাদের বুঝার সুবিধার জন্য। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি উপভোগ করবেন।
মাউস-এর সাহায্যে স্লাইড ডাউন করে পিসি শাট ডাউন করার টিউটোরিয়াল দেখুন
আমার পুর্বপ্রকাশিত টিউন দেখতে ক্লিক করুন
সবশেষে বলব আমার এই টিউন কোনো এক্সপার্ট ভাইদের জন্য না। আমার টিউন-এ আমার লিখায় বা উপস্থাপনায় কোনো ভুলভ্রান্তি থাকলে সবার কাছে অনুরোধ থাকবে সবাই আমার ভুলগুলিকে ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ।
আমি আমিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।