খুব সহজেই অ্যান্ড্রয়েড ফোনে কাস্টম ইউজার ইন্টারফেস সাউন্ড (টাচ, লক/আনলক স্ক্রিন সাউন্ড, সিস্টেম রিংটোন, ইত্যাদি) ব্যবহার করুন!

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমার আজকের টিউটোরিয়ালে।

"আমার ১ম টিউনটি দেখতে চাইলে ক্লিক করুন নিচের লিংকেঃ

জিপি সিম+অ্যানড্রয়েড দিয়ে Psiphon এর সাহায্যে ২৪ ঘন্টা খুব সহজেই হাই স্পিড ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন

"আমার ৩য় টিউনটি দেখতে চাইলে ক্লিক করুন নিচের লিংকেঃ

শাওমি (Xiaomi)/যেকোনো অ্যান্ড্রয়েড ফোনের হিডেন অপশন Developer Options কি, কেনো দরকার ও কিভাবে বের করবেন?

আজকে আমরা শিখবো কিভেবে খুব সহজেই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন/ট্যাবের ইউজার ইন্টারফেস সাউন্ড গুলো ইচ্ছামত বদলাতে পারবেন। তার আগে আমাদের কিছু বিষয় জানা প্রয়োজন।

ইউজার ইন্টারফেস সাউন্ড কি?

আমরা ফোন ব্যবহার করার সময় বিভিন্ন ইন্টারফেসে বা সিস্টেমের অপশনে যে সাউন্ড গুলো ব্যবহার করি বা শুনতে পাই সেই গুলোকে ইউ আই সাউন্ড বা ইউজার ইন্টারফেস সাউন্ড বলে। যেমনঃ টাচ টোন, লক/আনলক সাউন্ড, সিস্টেম রিংটোন, কীবোর্ড এর কী প্রেস সাউন্ড ইত্যাদি

কি কি প্রয়োজন?

  • অবশ্যই একটি রুটেড অ্যান্ড্রয়েড ফোন/ট্যাব। কারন রুট ছাড়া আপনি সিস্টেমের কোনোকিছু মুডিফাই করতে পারবেন না।
  • রুট এক্সেস করতে পারে এমন একটি ফাইল ম্যানেজার। যেমন, ES File Explorer, Root File Explorer ইত্যাদি। প্লেস্টোরে এইগুলো পাবেন, ওখান থেকে ডাউনলোড করে নিন। অথবা এই ভিডিও টিউটোরিয়ালের ডেসক্রিপশনে লিংক দেয়া আছে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। টিউটোরিয়াল দেখতে ক্লিক করুন
  • কিছু কাস্টম ইউজার ইন্টারফেস সাউন্ড (যেগুলো আপনি ব্যবহার করতে চান)। এইগুলোও চাইলে আপনি গুগলে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন অথবা এই ভিডিও টিউটোরিয়ালের ডেসক্রিপশনে লিংক দেয়া আছে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন।
  • একটু খানি সময়, বুদ্ধি ও সাহস।

যাদের এত বড় টিউটোরিয়াল পড়ার সময় নাই বা বুঝতে অসুবিধা বোধ করেন তারা আমার ভিডিও টিউটোরিয়াল টি দেখতে পারেন।

কাজের ধাপঃ

আশা করছি উপরের সবকিছু আপনার কাছে আছে। যেকোনো সিস্টেম রিলেটেড কাজ করার আগে ফোন/ট্যাবের পুরো ব্যাকাপ নিয়েনিন। যেন পরবর্তীতে কোনো সমস্যা হলে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারেন।

ধাপ-১ঃ

রুট এক্সেস করতে পারে এমন একটি ফাইল ম্যানেজার ওপেন করুন। আপনি যদি ES File Explorer ব্যবহার করে থাকেন তাহলে বাম কর্নার থেকে দান দিকে স্লাইড করলে কিছু অপশন পাবেন সেখান থেকে Root Explorer অন করে নিন। এইবার রুট ফোল্ডারে ঢুকুন। সেখান থেকে /System/media/audio/ui ফোল্ডারে ঢুকুন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

ধাপ-২ঃ

এইবার সেখানে অনেক গুলো ফাইল পাবেন। এই সাউন্ড ফাইল গুলো বিভিন্ন ইউজার ইন্টারফেসের সাউন্ড। আপনি যে সাউন্ড গুলো পরিবর্তন করতে চান সেইগুলো কাট/কপি করে আপনার ফোন/মেমোরি কার্ডে সেভ করে রাখুন। এবং ঐ ফাইল গুলো যে নামে আছে ঐ একই নামে আপনার কাস্টম সাউন্ড এর ফাইল গুলো রিনেম করে নিন।

ধাপ-৩ঃ

এইবার আপনার কাস্টম সাউন্ড গুলো কপি করে /System/media/audio/ui এই ফোল্ডারে পেস্ট করুন। পেস্ট করার সময় রিপ্লেস/ওভার রাইট পারমিশন চাইলে ওকে দিয়ে দিন। ফাইল গুলো পেস্ট হয়ে গেলে পরবর্তী ধাপ অনুসরণ করুন।

ধাপ-৪ঃ

এখন আপনি যদি টাচ টোন বদলাতে চান তাহলে Effect_Tick.ogg ফাইল টি বদলাতে হবে। আপনার কাস্টম টাচ টোন টি ঐ নামে রিনেম করে ও কপি করে /System/media/audio/ui এই লোকেশনে পেস্ট করুন। এবার ফাইল টি সিলেক্ট করে "More" এ টাচ করুন তারপর "Properties" সিলেক্ট করুন।

ধাপ-৪ঃ

এবার আপনার চেঞ্জ করা ফাইল টিকে সিস্টেম পারমিশন দিতে হবে আর এর জন্য "Permission" এর পাশে "Change" এ ক্লিক করুন। তারপর Read এর ৩টি পারমিশন ও Write এর ১টি পারমিশন দিয়ে দিন এবং Ok তে ক্লিক করুন। তারপর Back দিয়ে বের হয়ে এসে ফোন/ট্যাব টি Restart করুন।

এখন সবকিছু ঠিক ঠাক থাকলে আপনি উপভোগ করতে পারবেন আপনার নতুন কাস্টম ইউজার ইন্টারফেস সাউন্ড। ঠিক এভাবেই আপনি অন্যান্য ফাইল গুলো চেঞ্জ করতে পারবেন। এবং এক সাথে একাধিক ফাইল চেঞ্জ করতে পারবেন।

আমার টিউটোরিয়াল টি আপনাদের ভালো লাগলে লেখাটি সার্থক হবে। আরো ভালো ভালো টিউটোরিয়াল পেতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল Tech Pedia থেকে।

সৌজন্য:

Tech Pedia

Level 0

আমি শুভ ইবনে আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস