ইউটিউবের চ্যানেল আকর্ষনীয় করুন পার্ফেক্ট চ্যানেল আর্ট তৈরি করে।

টিউনের শুরুতেই সালাম জানাই সবাইকে।আর আমার এই টিউটোরিয়াল তাদের জন্য যারা না জানেন।ইউটিউব এ কম বেশি প্রায় আমাদের সবার ই চ্যানেল আছে।অনেকের চ্যানেলে ঢুকলে দেখা যায় তাদের চ্যানেল আর্ট ই নেই।আবার অনেকের আছে,কিন্তু পার্ফেক্ট  না।

মোবাইলে দেখা গেলে ডেস্কটপ এ দেখা যায় না।আবার ডেস্কটপে দেখা গেলে মোবাইল এ দেখা যায় না।বড়  টিভির তো কথাই নাই।যাই হোক সেই ঝামেলা থেকে মুক্তির উপায় দেখবো।এমন একটি চ্যানেল আর্ট তৈরি করা শেখাবো যেই চ্যানেল আর্ট টি সব কিছুর জন্যই পার্ফেক্ট।মোবাইলেও ভালো করে শো করবে আবার ডেস্কটোপ এও।আবার বড় টিভিতেও।এই সব কাজ করবো আমরা ফটো শপের মাধ্যমে।

ভয়  পাইয়েন না দাদা।যাদের ফটোশপে দক্ষতা নেই,তারাও পারবেন।কারন একটাই টিউটোরিয়াল টি  বাংলায় আর হাতে ধরে শেখানোর মত করে বানাইছি।টিউন আকারে লেখলে অনেক কিছুই বুঝাইতে পারতাম না।অনেকে আবার রাগ করতো,যে দাদা টিউন লেখলেন এত বড় ক্যান আর কিছুই তো বুঝলাম না।

কথা আমার শেষ ভিডিও টা দেখুন আর নিজের ইউটিউব চ্যানেল এর পার্ফেক্ট চ্যানেল আর্ট তৈরি করুন।কোন সমস্যা হলে টিউমেন্ট সেকশন এ জিজ্ঞাস করুন আমি আছি।ইউটিউব বা টেক রিলেটেড কোন প্রবলেম থাকলেও জিজ্ঞাস করতে পারেন।আজকের মত বিদায়,ভালো থাকুন সবাই টা টা।
ভিডিও দেখুন

Level New

আমি আকাশ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভইয়া google play store গেলে redeem your code চায়।এখন কি করব।