আসসালামু আলাইকুম
আমি আকাশ।আর আজ কথা বলবো ফ্রি কপিরাইট মিউজিক নিয়ে। আপনাদের জন্য লেখা এবং ভিডিও টিউটোরিয়াল আকারে প্রকাশ করলাম।
আমরা আমাদের ইউটিউব এর ভিডিও তে মিউজিক ব্যবহার কর থাকি।যা কপি রাইট ফ্রি।কিন্তু তারপরেও চ্যানেল সাসপেন্ড হয় কোন নোটিশ ছাড়াই।আমরা হয়তো বুঝতেই পারিনা কেনো সাস্পেন্ড হলো।আর ইউটিউব কে গালি গালাজ করি।আসলে কোন কারন ছাড়াই চ্যানেল সাস্পেন্ড হয়না।
প্রথমে ইউটিউবে যাবেন,তারপর ক্রেটর স্টুডিও তে যাবেন।এর পর বাম দিকে নিচে দেখবেন ক্রিয়েট নামে অপশন আছে,এখান থেকে অডিও লাইব্রেরি তে যে কপি রাইট ফ্রি মিউজিক ডাউনলোড করবেন।
যে সব মিউজিক এর পাশে ক্রিয়েটিভ কমনস এট্রিবিউশন আইকন দেখতে পাবেন,সেটার ডেস্ক্রিকপশন এর লেখা গুলো কপি করে আপনার ভিডিও এর ডেস্ক্রিপ্সশন এ দিয়ে দিবেন।এটা হচ্ছে লাইসেন্স।আপনি এই লাইসেন্স এড করে আপনার ভিডিও মনিটাইজ করতে পারবেন,এবং আপনার চ্যানেলের কোন ক্ষতি হবে না। জনপ্রিয় কপিরাইট ফ্রি মিউজিক চ্যানেল NCS এর মিউজিক ইউজ করলেও আপনাকে একই কাজ করতে হবে।
অন্যর ভিডিও কিভাবে নিজের ভিডিও তে ইউজ করবেন (ফেয়ার ইউজ) এটা নিয়েও টিউটোরিয়াল দিবো পরবর্তীতে। শুভ কামনা সবার জন্য,নিয়ম বুঝে কাজ করুন,সফলতা পাবেন।
বুঝতে সমস্যা হলে ভিডিওটি দেখুন।
https://youtu.be/DsFN01DQzZk
আমি আকাশ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনস থেকে আপনার টিউন ফরমেট করে সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সংশোধন এর মাধ্যমে আপনার টিউনটিকে পরিমার্জনকরা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস এই ফরমেট মেনে চলার জন্য অনুরোধ করা হল।
টেকটিউনস দ্বারা পরিমার্জিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।
আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।