শিক্ষকদের তথ্য আপলোড/Electronic Teacher information Form (eTIF)

Electronic Teacher information Form (eTIF): 

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভাল আছি। সবা্ইকে ধন্দবাদ যানাচ্ছি আমার টিউনটি পড়ার জন্য। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হল ঢাকা বোর্ডের Electronic Teacher information Form (eTIF) । যে সকল শিক্ষক/শিক্ষিকাগণ ঢাকা বোর্ডের অধিভুক্ত স্কুল/কলেজে নিয়মিতভাবে শিক্ষকতা করছেন এবং প্রতিনিয়ত বোর্ডের খাতাপত্র দেখছেন; তাদের জন্য eTIF ফরম পূরণ অত্যন্ত গুরুত্বপুর্ণ। কারণ অনলা্ইনে ফরণ পূরণ করে শিক্ষক/শিক্ষিকাগণ  ব্যাংক একাউন্ট যুক্ত না করলে তারা তাদের জমাকৃত অর্থ উত্তোলন করতে পারবেন না।

Dhaka Education Board Home Page

ঢাকা এডুকেশন বোর্ড এর মূল ওয়েব সাইট

শিক্ষকদের তথ্য আপলোড/Electronic Teacher information Form (eTIF)
eTIF

কলেজ লগইন পেইজ

ঢাকা বোর্ডের অধিভুক্ত সকল স্কুল/কলেজের শিক্ষক/শিক্ষিকাগণদের পত্যেককে ঢাকা বোর্ডের মূল ওয়েব সাইটে গিয়ে কলেজ অথরিটির মাধ্যমে  তাদের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও অভিগ্যতা এবং সোনালী ব্যাংকের এককাউন্ট নম্বরসহ ফরমপূরণ করতে হবে। ফরম পূরণ দুটি ধাপে সম্পন্ন করতে হয়। আমি এ বিষয়ের উপর একটি ফুল ভিডিও টউটোরিয়াল তৈরী করেছি যা দেখলে  শিক্ষক/শিক্ষীকাগণ নিজেই ফরম পূরণ করতে পারবেন। টিউনটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিন।

টিউটোরিয়াল

Level 0

আমি রিয়াজ উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস