2015 সালের বি এড অনার্স দ্বিতীয় বর্ষ ৪র্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণের আবেদন

 ২০১৫ সালের বি এড অনার্স দ্বিতীয় বর্ষ ৪র্থ  সেমিস্টার পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণের আবেদন।

২০১৫ সালের বি এড অনার্স দ্বিতীয় বর্ষ ৪র্থ  সেমিস্টার পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণের জন্য On-line এ ১৩/০২/২০১৭ তারিখ থেকে ২২/০২/২০১৭ তারিখ বিকাল ৪ঃ০০পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করার জন্য প্রথমে nu.edu.bd ওয়েব সাইটে যেয়ে Service ‍মেনু থেকে সোনালী সেবা’ পে-স্লিপ অপশনে যেতে হবে।

Service Menu

Payment Management System

তারপর Student Fee থেকে Rescruiting fee তে ক্লিক করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ২১৮১০০০০০১৩৫ উল্লেখ পূর্বক টাকার অংক লেখা থাকবে এবং প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখায় সোনালী  সেবার মাধ্যমে টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

Payment Management System

নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রহণ করা হবে না।

উল্লেখ্য ফলাফল পুন:নিরীক্ষণ/নম্বর যাচাই ফি প্রতি পত্র ৫০০/- (পাঁচশত) টাকা মাত্র।

যে সকল ছাত্র-ছাত্রী অনলাইনে ফলাফল পুন:নিরীক্ষণের আবেদন করতে আগ্রহী তারা আমার ভিডিওটি দেখতে পারেন। ভিডিও টিউটোরিয়ার। সবাই ভালো থাকবেন,প্রযুক্তির সাথে থাকুন আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।

Level 0

আমি রিয়াজ উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস