দের এমবির সফটওয়্যার দিয়ে ডিলেট হওয়া ফাইল ফিরিয়ে আনুন মেমরি/হার্ডড্রাইভ এর

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন ? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন।আমার এই টিউন তাদের জন্য জারা যানেন না তাদের জন্য। আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ফাইলস ফটোস থাকে।ভুল করেই কখনো এইসভব ডিলেট হয়ে যায়। আর আজ দেখাবো ডিলেট হওয়া ফাইল বা ফটো কিভাবে ফিরিয়ে আনবেন।তাও মাত্র দের এম্বির সফটওয়্যার দিয়ে।

প্রথমে গুগলে গিয়ে সার্চ দিবেন power data recovery portable software লিখে।এর পর সফটওয়্যার টি ডাউনলোড করবেন।আপনার মেমোরি টি কম্পিউটারে কানেক্ট দিবেন। সফটওয়্যার টি ওপেন করে ক্লিক করবেন Undeleted Recovery তে।এর পর আপনার মেমোরি সিলেক্ট করবেন অইখানে লিস্ট শো করবে,আর যদি আপনার পিসির হার্ড ড্রাইভ থেকে রিকোভার করতে চান তাও পারবেন।ড্রাইভ সিলেক্ট করার পর স্ক্যান করবে।স্ক্যান শেষ হলে,আপনার সব ডিলেট হওয়া ফাইল দেখাবে।এর পর যে ফাইল গুলা রিকোভার করতে চান।মার্ক করে ডান পাশের রিকোভার অপশনে  ক্লিক করুন।তারপর ইচ্ছা মত ফোল্ডারে সেভ করুন।আশা করি যারা যানেন না তাদের উপকার হবে।

আর লেখা বুঝতে সমস্যা হলে ভিডিও টিউটোরিয়াল টি দেখতে পারেন।ধন্যবাদ সবাইকে।  টেকটিউনস এর সাথেই থাকুন। ভিডিওটা দেখুন

Level New

আমি আকাশ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চালিয়ে যান!
ওয়েব লিঙ্কটা দিলে ভাল হতো!!!