সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের টিউনে। দীর্ঘ ৩ বছর পর আজকে লেখতে বসলাম।আসলে আগের মত টেকটিউনসে আসা হয় না। সত্য কথা হচ্ছে আমরা প্রত্যকে অনেক স্বার্থপর,এই যে এই টেকটিউনস থেকে কত কিছু যে শিখলাম তার কোন হিসাব নেই।
বলা চলে অনলাইন জগতে আজ থেকে ৪-৫ বছর আগে এই টেকটিউনস নতুনদের জন্য একটা গাইডলাইন হিসাবে কাজ করত এখনোও করে। সেই টিটি থেকে শিখে আমরা ভাগলাম সময় দি না।যাই হোক আজকের টিউন সম্পর্কে অনেকে জানেন। তাও কিছু ভাই ব্রাদারদের জন্য আজকের টিউনটি যারা এখন ইউটিউবে ধুমায়া কাজ করতেছে কিন্তু ভালো একটা থাম্নেইল পিকচার দিতে না পারার ধরুন ভিডিও ভালো ভিউ হয় না।
তাই আপনি একটি কাজ করতে পারেন যাদের ভিডিওটি ভালো ভিউ হয়েছে তাদের থাম্নেই পিকচার দেখতে পারেন বা সেটা ডাউনলোড করে কিছুটা পরিবর্তন করে আপনার ভিডিওতে দিতে পারেন ভালো কাজে দিবে। যাই হোক কথা না বলে কাজে যাই।আপনাকে একটা কাজ করতে হবে যেই ভিডিওর থাম্নেইল ইমেজ নিবেন সেটার লিংক কপি করে নিন তার পরthumbnailsave ডটকম নামে একটা সাইট আছে যেখানে আপনি লিংকটা কপি করে দিলে আপনাকে HD সহ বিভিন্ন ভার্সন দেখবে থাম্নেইল পিকচারের। নিজের স্ক্রিন শর্টটি দেখেন
সবামিট বাটনে ক্লিক করলে আরেকটি পেইজ আসবে সেখানে বিভিন্ন ফর্মেটে থাম্নেই ইমেজটি আসবে
আরো সহজ ভাবে বুজতে চাইলে ভিডিও টিউটরিয়ালটি দেখতে পারেন।
আমি techcity। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।