লেটার লগো টিউটোরিয়াল খুব সহজে তৈরি করুন এমন একটি লগো। যে কেউ পারবেন।

কেমন আছেন টেকি বন্ধুরা। আশা করি ভালো আছেন সবাই। অনেক দিন পর আবার এলাম আপনাদের মাঝে। নিজের ব্যাস্ততার জন্য অনেক দিন টিটিতে আসা হয়নি। যাই হোক কাজের কথায় আসা যাক। ভাবলাম টিটিতে যখন আসতে হবে কিছু একটা টিউন করা যাক। তাই বরাবরের মতো আজকেও একটা লগো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনের হাজির হলাম। এবারের  লগোটি লেটার টাইপ লগো। খুবই সিম্পল। সবাই একবার দেখলেই মনে হয় শিখে যাবেন। আমি মুলোত এটা তাদের জন্য দিয়েছি যারা লগো ডিজাইনে একেবারেই কাচা। কারণ আমি নিজেও খুব একটা অভিজ্ঞ নই। তাই যেটা সহজ মনে হয় আর ইলাষ্ট্রেটোরের কোন টুলে কী কাজ হয় সেটা টিউটোরিয়াল আকারে দেখিয়ে দেওয়া। ইলাষ্ট্রেটরে যারা নতুন তাদের জন্য আমার টিউটোরিয়ালটা কিছুটা হলেও কাজে আসবে। আর যদি কারোর কোন প্রশ্ন থাকে তাহলে টিউমেন্ট বক্সে কিছু লিখতে পারেন। আমি যথা সাধ্য চেষ্টা করব আপনাদের টিউমেন্টের উত্তর দিতে। আসলে লগো যাই হোক না কেন লগোটি কিভাবে তৈরী করা হয়েছে কি কি টুল্স ব্যবাহার করা হয়েছে সে সম্পর্কে জানা যায়। আর নিজের ইচ্ছে মতো নতুন নতুন কিছু তৈরী করা যায়। এভাবে এক সময় দেখা যাচ্ছে ভালো একজন লগো মেকার হওয়া যায় আর আইট সোর্সিং এর মাধ্যমে অবশই কিছু আর্ন করা সম্ভব হয়।  নিচে লিংক দেওয়া হলো দেখে নিবেন।

নিচে ভিডিও দেওয়া হলো

Level 3

আমি প্রোফাইল প্রোফাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

PULAUWIN PULAU777 PULAU777 PULAU777 PULAU777 PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAU777 PULAUWIN PULAU777 PULAUWIN


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস