এনড্রোয়েড এর সকল এপস পিসিতে ইউজ করুন

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই  ভালোই আছেন।আর আমি ও ভালো আছি। বর্তমানের সব থেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে এনড্রোয়েড অপারেটিং সিস্টেম।গুগল প্লে স্টোরে ঢুকলে হাজার হাজার এপস প্লাস গেমস পাওয়া যায়।অনেকের এনড্রোয়েড ভার্সন লো থাকায় পছন্দের এপস টি ব্যবহার করতে পারেন না।আবার রুট না হও্যার কারনেও অনেক এপ ইউজ করতে পারেন না।

ইমো,ভাইবার,হোয়াটসএপ,ফেসবুক মেসেঞ্জার,পিক্সয়ার্ট,ট্যাঙ্গো,লাইন,ক্ল্যাশ অফ ক্ল্যান এগুলো জনপ্রিয় এপ্স মোবাইলের।কিন্তু সব সময় ছোট স্ক্রিনে গেমস খেলতে ভালো লাগেনা।আবার ভিডিও কলের সময় ও বড় স্ক্রিন না হলে মন জানি কেমন করে।চিন্তার দিন শেষ,এখন আর ছোট স্ক্রিনে গেম ও খেলতে হবে না,আবার ভিডিও কল ও ইমোর মাধ্যামে বড়  স্ক্রিনে দেখা যাবে।

কথা আর বারাবো না,আমার দেয়া ভিডিও টি দেখে শিখে নিন কিভাবে ইন্সটল দিবেন,কিভাবে প্লে স্টর ওপেন করবেন।এবং আপনার ব্যাকাপ থাকা এনড্রোয়েড এপ্স গুলা ইন্সটল দেয়ার সিস্টেম ও দেখিয়েছি।

আমার ভিডিও টি কেমন লাগলো টিউমেন্ট করে জানাবেন।কোথাও বুঝতে সমস্যা হলেও জানাবেন, ধন্যবাদ সবাইকে।

টেকটিউনস এর সাথেই থাকবেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

Level New

আমি আকাশ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই পিসির র‍্যাম সর্বনিম্ন কত থাকা লাগবে এটা ব্যবহার করলে?