ফেসবুকের রিয়েল লক্ষ লক্ষ ফ্রেন্ড রিকুয়েস্ট বা ফলোয়ার নিয়ে নিন ২০১৭ সালের ট্রিক্স

ফেসবুকের অনেক ভাবেই ফলোয়ার বা ফ্রেন্ড রিকুয়েস্ট পাওয়া যায় কিন্তু তা সাধারনত অটো ফলোয়ার হয়ে থাকে। যার কারনে ফেসবুক একাউন্তে সমস্যা দেখা দেয় বা ভেরিফাইতে পরে।কিন্তু এই ভাবে আপনি ফলোয়ার নিলে আপনার আইডির কোন সমস্যা হবে না।

এবং আপনি রিয়েল ১০০% ফলোয়ার বা ফ্রেন্ড পাবেন যা ১০০% কার্যকারী।

অনেকেই আছেন CPA মার্কেটিং করেন তাদের জন্য আমিরিকা বা বিদেশি ফলোয়ার বা ফ্রেন্ডের খুব দরকার হয় তাদের জন্য এই ট্রিক্স খুব দরকারী।

প্রতিদিন ১০ মিনিট সময় দিলে আপনি ১০ হাজার এর বেশি ফলোয়ার পাবেন কাজ শুধু আপনি পোষতে লাইক দিবেন।আর যা আপনার হোম পেজেই আসবে।

ভিডিওটিতে দেখুনঃ

আর আপনার সারাদিন যত সময় ফেসবুকে থাকবেন তত সময় যদি একটুয় একটু করে লাইক টিউমেন্ট দেন দুই এক মিনিট সময় করে আপনাত্র ১সপ্তাহ শেষে এক লক্ষ এর চাইতে বেশি ফলোয়ার পাবেন।

আর সব থেকে মজার কথা আপনি ৫হাজার ফ্রেন্ড করে বা লক্ষ ফলোয়ার করে আইডিটাকে পেজ করে নিতে পারবেন যার লাইক পাবেন ফ্রেন্ড+ফলোয়ারের সমষ্টির কিছু কম।ভিডিও টি দেখুন কত সহজে দেখিয়ে দেওয়া হয়েছে।

সবাই ভালো থাকবেন,যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন।

Level 0

আমি নাঈমুল ইসলাম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai ami akti help chai seta hocha amer fb friend request off kore follower option rakhte seta ki bave rakhbo……

ফ্রেন্ড রিকুয়েস্ট ফ্রেন্ডস এন্ড ফ্রেন্ডস করে দিন, আর জন্ম সাল ১৮ এর কম করুন আর ফলোয়ার অপশন অন করে দিন #নজিভ ভাই

আবু হাসান রুমি ভাই সারাদিন ফেসবুক নিয়েই পরে থাকি।একটু ভালো করে দেখুন এইটা ফেবুর নতুন আপডেট ১৮ এর কম হলেও ফলোয়ার অন করা যায়। যদি আপনার সমস্যা হয়ে থাকে আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিয়ে এসএমএস করুন বুঝিয়ে বলছি।

Level 0

onek sundor

ধন্যবাদ সৈকত

কিন্তু এটা শুধুমাত্র USA TODAY এর পেজ এর বেলায় হয়। অন্য কোনো পেজে হয়না। আর যেসব প্রোফাইল থেকে এড বা ফলো আসে সেগুলো ফেক।

আইডি গুলা ফেক? হা হা হা ফেক আইডি গুলা কি আপনি চালান? #মেহেদী? আর অন্য পেজ থেকেও আসে হয়ত আপনার জানা নেই