আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালই আছেন।
কথা না বাড়িয়ে কাজে চলে যাই আসুন।
আজ দেখাবো যে কিভাবে খুব সহজেই আপনার পিসিতে স্ক্রীন ক্যাপচার করবেন কোন ধরনের সফটওয়্যার ইন্সটল করা ছাড়াই। প্রথমেই আপনার পিসির সার্চ বক্সে গিয়ে লিখে ফেলুন snipping tool তারপর উপরে আসা সফটওয়্যারটি অপেন করুন তারপর new এ ক্লিক করুন।
Snipping tool সব ভার্শনের উইন্ডোজের ই প্রি ইন্সটলড সফটওয়্যার তাই এটি আপনাকে নতুন করে ইন্সটল করা লাগবে না।
ইচ্ছা করলে আপনি পুরা স্ক্রীনশট নিতে পারেন আবার স্ক্রীনের সামান্য অংশ ও নিতে পারেন সেজন্য আপনাকে মাউসের লেফট বাটোন চেপে ধরে রেখে যে অংশ এর ছবি নিতে চান সেই অংশ সিলেক্ট করতে হবে। তারপর আপনি সেই ছবিটি সেভ করতেও পারেন। গোপন কথা হল আপনি যে ছবি ক্যাপচার করলেন সেটি অটোমেটিকালি ক্লিপবোর্ডে কপি হয়ে থাকে তাই ফেসবুক বা যেকোন চ্যাটের ইনবক্সে যেখানে ছবি পাঠানো যায় সেখানে পেষ্ট করতে পারেন সংক্ষেপে Ctrl+V চেপেই। আমাদের এই ভিডিওতে আমরা আরও একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে স্ক্রিনশট নিতে হয় আর এডিট করতে হয়। আপনি ইচ্ছা করলে ক্যাপচার করা ছবিটিতে খুব সহজেই মার্ক করতে পারবেন এবং কোন অংশ হাইলাইট করে দেখাতে পারবেন। আশা করি আপনারা শিখতে পারবেন।
আল্লাহ হাফেজ
আমি সোহেল রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i'm Sohel Rana Jasim(SRJ). i'm studying physics at university of dhaka. please pray for me so that i can fulfill the expectation of my ma and baba.