আপনি Virtual Memory বাড়িয়ে কিভাবে আপনার পিসিকে super fast করবেন কোন software ছাড়াই? পর্ব-২

সবাই কেমন আছেন?আজ আমার  দ্বিতীয় টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আগের যে টিউনটি করেছিলাম সেটি ছিল এর প্রথম পর্ব। ওই টিউটোরিয়ালে কিছু ভুল ছিল আপনারা আমাকে ধরিয়ে দিয়েছেন বলে ধন্যবাদ। এই ভেবে ভাল লাগছে যে আপনারা আমার ওই টিউটোরিয়াল দেখেছেন।তবে একটু কষ্ট পেয়েছি কেউ like বা comment করেন নাই।হয়ত বা আপনাদের টিউটোরিয়াল টা ভাল লাগেনাই।

যাই হক আলতু ফালতু কথা অনেক বললাম, এই বার কাজের কথায় আসি।আজকে আমি আপনাকে দেখাব কিভাবে আপনি আপনার পিসির গতি বাড়াবেন।এতে এই টিউটোরিয়ালটি দেখলে আরো বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার পিসির virtual memory বাড়াবেন।আমরা পিসিকে fastকরার জন্য অনেক software use করি।কিন্তু বিষয় হল এই software গুলা আপনার পিসির গতি আরো কমিয়ে দেয়।আজ আমি দেখাব কোন software ছাড়াই কিভাবে আপনার পিসির গতি বাড়িয়ে নিবেন এবং virtual memory বাড়াবেন।আপনাদের বুঝার সুবিধার জন্য আমি একটা ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি।তো আর দেরি কেন চলুন দেখে নেই কিভাবে আপনি আপনার পিসির virtual memory বাড়িয়ে পিসিকে super fast করবেন।

ভিডিওটি

সৌজন্যে : Mixer world

Level 0

আমি আপন আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।