আমরা অনেকেই ফাইল ডাউনলোড করার জন্য টরেন্ট ব্যবহার করে থাকি। আর এই টরেন্ট ডাউনলোড করার জন্য আমরা নানা রকম bittorrent client software ব্যবহার করি। যার ফলে ফাইল seed থাকা সত্যেও অনেক ধীর গতিতে ডাউনলোড হয়। আবার, যদি ফাইলটির seed কমতে থাকে তবে ফাইল টি ডাউনলোড করতে অনেক সমস্যা হয়। কোন টরেন্ট এর seed কম থাকলে টরেন্ট ফাইল টি ডাউনলোড করা সম্ভব হয় না।
আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে যেকোনো টরেন্ট bittorrent client ছাড়াই IDM দিয়ে ডাউনলোড করতে হয়। আপনাদের বোঝার সুবিধার জন্য একটি ছোট ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি।
আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে 3GB সাইজের যে কোনো ফাইল ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে ফ্রি তে আপনার অ্যাকাউন্ট এর storrage limit বাড়াতে পারবেন এবং তা ৫-৮ জিবি পর্যন্ত।
ভিডিও টি দেখে আপনারা উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক টিউমেন্ট ও চ্যানেলটিতে subscribe করবেন। পরবর্তীতে আপনাদেরকে অনেক ভাল টিউন উপহার দেয়ার চেষ্টা করব। কোন সমস্যা হলে টিউমেন্ট করবেন, যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব।
আমার কোন ভুল হলে মাফ করবেন।
আমি বিজ্ঞান পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সাবিত। আমি বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আমি বিজ্ঞানকে ভালবাসি। সারাদিন computer আর internet নিয়ে পড়ে থাকি। শুধু বিনোদনের জন্য নয়। নতুন কিছু সেখার জন্য।
টেকটিউনস থেকে আপনার টিউনের বিষয় সংশোধন করে দেওয়া হলো।
টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।