সবাই কেমন আছেন?এটি আমার প্রথম টিউন।আশা করি সবার ভাল লাগবে।সবার সাহায্যের কথা চিন্তা করে একটা tutorial দিলাম আশা করি সবার ভাল লাগবে।সবার pc এর problemএর কথা ভেবে আমরা facebook এ pc problem solution নামে একটা group খুলেছি।সবার শেষে আমি link দিয়ে দিব।তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
আজকে আমি আপনাকে দেখাব কিভাবে আপনি আপনার পিসির গতি বাড়াবেন।এটি এই tutorial এর প্রথম পর্ব।আমরা পিসিকে fastকরার জন্য অনেক software use করি।কিন্তু বিষয় হল এই software গুলা আপনার পিসির গতি আরো কমিয়ে দেয়।আজ আমি দেখাব কোন software ছাড়াই কিভাবে আপনার পিসির গতি বাড়িয়ে নিবেন।খুবেই সহজ একটি ট্রিকস।দেখলে আপনি খুব সহজেই বুঝবেন।আপনাদের বুঝার সুবিধার জন্য আমি একটা টিউটোরিয়াল বানাইছি।
যদি ভিডিওটা ভাল লাগে তাহলে অবশ্যই suscribe করুন আমাদের এতে আমি আরও ভাল ভাল ভিডিও আপনাদের দিতে পারি।
যদি আপনাদের ভাল লাগে তাহলে এর দ্বিতীয় পর্ব বানাব।দয়া করে comment করুন।আমাদের facebook group এ join করুন Pc Problem Solution সবাই ভাল থাকবেন।আল্লাহ্ হাফেজ
আমি আপন আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
https://answers.microsoft.com/en-us/windows/forum/windows_vista-performance/superfetch-should-i-disable-or-enable/c7254be5-119b-4484-b28e-dfd0fd0dd17e