আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
আমার আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছেঃ উপরের Title দেখে অনেকই বুঝতে পারছেন, আজ আমি দেখাব কিভাবে জিমেইল অ্যাকাউন্ট Delete করতে হয়।
এখন এমন কাউকে পাওয়া যাবে না যে জিমেইল অ্যাকাউন্ট নাই। কিন্তু আমরা সবাই জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি কিন্তু কিভাবে তা ডিলিট করতে হয় তা জানি না অনেকেই তাই আজ এই টিউন এ দেখাব কিভাবে জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করতে হয় তা আবার ২ মিনিট এর মধ্য শুধু নিচের লেখা গুলো অনুসরণ করুন দেখবেন আপনেও তা করতে পারবেন।
প্রথমে আপনে যেই জিমেইল অ্যাকাউন্টটি Delete করতে চান সেইটি লগইন করুন। তারপর My Account এ যান এখন Your Personal Info তে ক্লিক করে একবারে নিচে গিয়ে Delete your account or services এ ক্লিক করুন। তারপর Delete Google Accounts and Data তে ক্লিক করুন এখন একটু নিচে গিয়ে ২ টা লেখা আসবে এই গুলো তে টিক দিয়ে Delete Account এ ক্লিক করুন। এখন দেখবেন জিমেইল অ্যাকাউন্ট টি লগআউট হয়ে যাবে মানে আপনার অ্যাকাউন্টটি Delete হয়ে গেসে।
যদি লেখা পরে বুজতে কারো সমস্যা হয় তাহলে নিচের বাংলা ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।
https://www.youtube.com/watch?v=4azXxDOIbow
আজ এই পর্যন্তই পরের টিউন এ আবার দেখা হবে।
আমি সিফাত আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।