আসসালামু আলাইকুম।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।ছোট বেলায় যখন কোন মুভির পোষটার দেখতাম তখন তাকাইয়া তাকাইয়া ভাবতাম অইখানে যদি আমার একটা ছবিও থাকতো 🙂
হঠাত করেই সেই ছোট বেলার কথা মনে পরে গেলো তাই নিজেই একটি পোষটার তৈরি করে ফেল্লাম :)।এবং টিউটোরিয়াল টি সবার সাথে শেয়ার করলাম।যে কেও এই ভিডিও টি দেখে সহজেই কাজ গুলা করতে পারবে।
এবং নায়ক হওয়য়ার কল্পনা যাদের ছিল ছোট বেলায়,এবং যারা কল্পনা করতেন এমন একটি ছবি আপনাদের ও থাকবে তারা খুব সহজেই সেই ইচ্ছাটি এখন পুরন করতে পারবেন।
সুতরাং,কথা আর বারাবোনা।ভিডিও টি দেখে শুরু করে দিন আপনার কাজ।আর যদি একবার দেখে কাজটি করতে না পারেন তাহলে কয়েক বার দেখে নিবেন।এতে করে আপনার কাজ করা সহজ হবে।লেয়ার প্যানেল এর দিকে একটু বেশি লক্ষ্য রাখবেন।কারন ফটোশপে লেয়ার নিয়ে কাজ না করলে কাজ জটিল হয়ে যায়।
আজ তাহলে এ পর্যন্তই।কোন ধরনের সম্যা হলে বা কথাও বুঝত্ব অসুবিধা হলে টিউমেন্ট করবেন।
ভাল থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হফেজ।
ধন্যবাদ 🙂
আমি আকাশ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।